আমরা মুক্তবুদ্ধি-সম্পন্ন মানুষ হবো, না দানব হবো?
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ১২ এপ্রিল, ২০১৩, ০৩:৫৮:২৯ দুপুর
আমার দেশের সম্পাদকীয় নীতি, খবর প্রকাশের ধরণ বা সাধারণ ভাবে পত্রিকার মানের ব্যাপারে আমাদের অনেকের দ্বিমত রয়েছে, থাকাটা স্বাভাবিক। আমরা আমার দেশের সমালোচনা করবো, পছন্দ না হলে এ পত্রিকা পড়বো না বা সেখানে বিজ্ঞাপন দেব না। কিন্তু আধুনিক মানুষ হিসেবে আমার দেশের ভিন্নমত পোষণের অধিকারকে আমরা সংরক্ষণ করবো, মানব সমাজের বুদ্ধির মুক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধের এটা অনিবার্য দাবি। ইউরোপীয় রেনেসাঁর অন্যতম অগ্রনায়ক ফরাসী চিন্তাবিদ ভল্টেয়ার বলেন, ‘ভিন্নমতের কারণে যে অপরকে নির্যাতন করে সে দানব। আমি আপনার সাথে একমত না হতে পারি, কিন্তু জীবন দিয়ে আমি আপনার মতামত প্রকাশের অধিকারের জন্যে লড়াই করে যাব।’
আমরা মুক্তবুদ্ধি-সম্পন্ন মানুষ হবো, না দানব হবো সে সিদ্ধান্ত আমাদেরই গ্রহণ হবে।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন