শাহবাগিরা কারা?
লিখেছেন লিখেছেন রনবীর ২৬ এপ্রিল, ২০১৩, ০৮:৫৪:৩৭ রাত
যারা শাহবাগে ইসলামের অপমান করতেছে বা করতেছে না বলে দাবি করে, তাদের সম্পর্কে আমাদের সকলের জানা উচিৎ যে, তারা এই দেশ বা জাতির কোন উপকার করতে বা করার জন্য আন্দোলন করছে না। তাদের কারণে আমরা আজ পৃথিবীর সকল জাতির কাছে নাস্তিক বাঙালি হিসেবে পরিচিত হয়েছি। আমার কয়েকটা প্রশ্নের দয়া করে উত্তর দিন। কয়েক দিন আগে যখন আ’ লীগের হিন্দু ছেলেরা চ. বি. তে দুইজন মুসলিম ভাইকে হত্যা করল তারা তখন কোথাই ছিল? সিলেটে যখন হিন্দু ছাত্রলীগের নেতারা এম.সি কলেজে আগুন দিল তারা তখন কোথাই ছিল? দেশের হিন্দু পুলিশলীগেরা যখন পিস্তল ঠেকিয়ে মুসলিম ছেলেদের গুলি করে হত্যা করল তখন তারা কোথাই ছিল? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, দেশের মধ্যে কারা সবসময় হত্যার মত জঘন্য অপরাদ ও নৈরাজ্য সৃষ্টি করছে? আপনি এমন কোন লোকের বিরুদ্ধে আন্দোলন করছেন নাতো যাকে আপনি কোন খারাপ কাজ করতে দেখেননি? আপনি অন্ধভাবে কারো কথার অনুসরণ করছেন নাতো ? মনে রাখবেন, আল্লাহ আমাদের সকল কিছু জানেন এবং শুনেন, তিনি সকল ক্ষমতার অধিকারী। সবচেয়ে কথা হল, আজ যখন ৩০০+ শ্রমিক ভাই বোনকে এক যুবলীগ নেতার অর্থের বলি হয়ে মরতে হল, শাহবাগিরা কেন সরকারকে তার শাস্তির জন্য আন্দোলন করে না? এই সকল প্রশ্নগুলো যখন সামনে আসে তখন পরিস্কারভাবে বুঝা যায় যে তারা আমাদের জাতিকে ধ্বংস করার জন্যই অন্য কারো এজেন্ট হইয়া কাজ করছে। এইটা আর কোন বলার অপেক্ষা রাখে না যে শাহবাগিরা আমাদের দেশ ও জাতির শত্রু। (ফেসবুক থেকে সংগ্রহিত)
বিষয়: বিবিধ
১৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন