ডিজিটাল গালি ।
লিখেছেন লিখেছেন রনবীর ২০ এপ্রিল, ২০১৩, ০৮:৪৩:৩৬ রাত
সে দিন আমার এক বন্ধু আমাকে আ' লীগ বলে গালি দেয়। সে বলে কি 'তুই মানুষ না আ' লীগ' আমি তাকে অনেক অনুরুধ করে বললাম যে, তুই আমাকে অন্য যে কোন কথাই গালি দে, তবে আমাকে তুই আর কোন দ্লামা' লীগ বলবি না। আমি তারে কইলাম, আমার কাছে এর চাইতে আর কোন খারাপ নাই। সে প্রমিস করল যে, আর কোন দিন এমন খারাপ শব্দ মুখে লইবে না।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন