সত্য প্রিয় তরুণ যারা, শিবির তাদের ঠিকানা...
লিখেছেন লিখেছেন কূটনী ২৭ মার্চ, ২০১৩, ০৬:৪১:৪১ সন্ধ্যা
গাঞ্জা খোররা এক হয়েছে
ভাংছে গলা চিৎকারে,
সভ্য সমাজ ওদের তরে
নিন্দা জানায় ধিক্কারে।
শিবির ধর জবাই কর
শাহবাগীরা ফাল পাড়ে,
আল্লাহ প্রেমিক পায়নারে ভয়,
ওদের এসব হুংকারে।
সকাল-বিকাল শিবির দেখি
মিছিল করে রাজপথে,
রাত-দুপুরে টপিক শিবির
সকল টিভির টকশোতে।
শিবির করে বীর মুজাহিদ
শিবির সবার অন্তরে,
তাইতো শিবির ছড়িয়ে আছে
দেশের সকল প্রান্তরে।
সত্য প্রিয় তরুণ যারা
শিবির তাদের ঠিকানা,
আলোয় ভরা গড়তে সমাজ
তাদের কোন নেই মানা।
শিবির মানে মন রাঙ্গানো
আল্লাহ-তায়ালার জয়গানে,
শিবির মানেই সামনে চলা
সত্য পথের সন্ধানে।
আছে শিবির থাকবে শিবির
শহীদ তীতুর এই দেশে,
ন্যায়ের পথে চলতে শিবির
থাকবে বেচে বীর বেশ।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন