ট্রাইব্যুনাল নয় তো ওটা কিলিং স্কোয়াড...
লিখেছেন লিখেছেন কূটনী ১৭ মার্চ, ২০১৩, ০৫:২৫:১৬ বিকাল
জনগণরে ধোঁকা দিতে
পাতছে ওরা নতুন ফাঁদ,
ট্রাইব্যুনাল নয় তো ওটা
কিলিং স্কোয়াড.....
মুক্তিযুদ্ধে শহীদ যারা
হয়েছে স্বজনহারা,
তাদের রক্ত নিয়ে হেথায়
চলছে উপহাস
মুক্তিযুদ্ধের দোহাই দিয়া
প্রহসনের বিচার কইরা,
প্রমোশনটা বাগাই নিতে
হয়েছে উম্মাদ......
ট্রাইব্যুনাল নয় তো ওটা কিলিং স্কোয়াড...
ছলে বলে কৌশলে
নেতাদের বন্দি করে,
তলে তলে বিরোধীদল
দমন করতে চায়
যুদ্ধপরাধী নয়তো তারা
সে কথা সবারই জানা,
ইসলামী আন্দোলন করাই
তাদের অপরাধ......
ট্রাইব্যুনাল নয় তো ওটা কিলিং স্কোয়াড...
রাম বাবু আর বাম বাবুরা
ওপার থেকে কল নাড়িয়া,
নিরাপরাধ নেতাদেরকে
ফাঁসি দিতে চায়
বীর জনতা উঠছে জেগে
ট্রাইব্যুনাল ঘেরাও হবে,
জনরোষে পরবে খসে
ওদের ঐ প্রাসাদ......
ট্রাইব্যুনাল নয় তো ওটা কিলিং স্কোয়াড...
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন