সবাই যখন ব্যাস্ত ভীষন
লিখেছেন লিখেছেন কূটনী ১৩ নভেম্বর, ২০১৩, ০৭:০৩:১৫ সন্ধ্যা
সবাই যখন স্বপ্নে বিভোর
বাহন ছাড়াই উড়তে চায়,
আমি তখন স্বপ্ন দেখে
নিত্য রাতেই পাচ্ছি ভয়।
সুযোগ পেয়ে সবাই যখন
আবিষ্কারে ব্যাস্ত রয়,
আমি তখন মনের সুখে
খুজছি শালুক ঝিল-ডোবায়।
সবাই যখন বড় হতে
খাটছে দিবা রাতি,
আমি তখন আয়েশ করি
শীতান করে মাটি।
সবাই যখন ব্যাস্ত ভীষন
নিজকে গড়ার মিশনে,
আমি তখন কাটাই সময়
কল্প লোকের জাল বুনে।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন