মজলুমের প্রার্থনা

লিখেছেন লিখেছেন কূটনী ০৬ মে, ২০১৩, ০৮:০৬:২৫ রাত

হে রহমান আল্লাহ্‌ মহান প্রার্থনা মোর শোন

ধন-সম্পদ, মান-সওগাত চাই না আমি কোন।

চাই গো শুধু তোমার রহম, তোমার ভালবাসা

দাও পুরিয়ে এই অধমের মনের সকল আশা।

সত্য বলার শক্তি যোগাও, তোমার তরে ভক্তি বাড়াও

তোমার ইবাদাতে মজা দাও বাড়িয়ে আরো।

তোমায় ভালোবেসে যারা বিলিয়ে দিল প্রান

তাদের রক্ত কবুল কর ওগো মেহেরবান।

তোমার সমাজ গড়তে আজো লড়ছে যারা মাঠে

তাদের সাথে রেখ আমায় ঈমান নিয়ে বুকে।

তোমার পথে চলতে গিয়ে বন্দি হল যারা

তাদের তুমি মুক্ত কর ভেংগে লৌহ কারা।

জেলের মাঝে বন্দি তবু হার মানে নি কভু

তাদের আবার মোদের মাঝে দাও ফিরিয়ে প্রভু।

স্বৈরাচারের শাসন থেকে দাও গো মোদের মুক্তি

বাকশালীদের হটিয়ে দেবার যোগাও সাহস-শক্তি।

বিষয়: বিবিধ

২১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File