ফিরে এল বাকশাল....

লিখেছেন লিখেছেন কূটনী ০৪ এপ্রিল, ২০১৩, ০৬:৩০:২৩ সন্ধ্যা

আওয়ামী দুঃশাষনে

সারা দেশ উত্তাল,

হাসিনার হাত ধরে

ফিরে এল বাকশাল।

ফিরে এল বাকশাল

সাথে তার চেতনা,

শুরু হয়ে গেছে সবি

বাকি শুধু ঘোষনা।

আইন আদালত জুড়ে

বাকশালী চেতনা,

সন্ত্রাসী চাঁদাবাজ

দোষী হেথা হয় না।

ন্যায় বিচারের বানী

চলে গেছে গোল্লায়,

বিচারক রায় লেখে

সরকারী ইশারায়।

সোনা-মানিকেরা বসা

বিচারিক গদিতে,

দেখ তাই নির্দোষ

ঝোলে আজ ফাসিতে।

শিক্ষার পরিবেশে

বাকশালী থাবাতে,

প্রতিদিন লাশ পরে

অস্রের আঘাতে।

শিক্ষক ছাত্ররা

হয়ে গেছে দলবাজ,

ভার্সিটি ভরা দেখি

ধর্ষক চাঁদাবাজ।

প্রশাসন বলিয়ান

বাকশালী চেতনায়,

পুলিশ আজ পরিনত

বাকশালী হায়েনায়।

মানবাধিকার হলো

দেশ থেকে তিরোধান,

মিডিয়ার মুখে তবু

জালিমেরই জয়গান।

রাষ্ট্রীয় সন্ত্রাসে

দেশ জুড়ে হাহাকার,

সমগ্র দেশ আজ

বাকশালী কারাগার।

আয় গড়ি প্রতিরোধ

দেই হায়দরি হাক,

বাকশালীরা নিপাত যাক-

মানবতা মুক্তি পাক।

চাই আরো সংগ্রাম

অবরোধ হরতাল,

প্রান গেলেও রোখা চাই

নয়া রুপী বাকশাল।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File