মুসলিম নিধন, মায়ানমার সরকারের মদদ।

লিখেছেন লিখেছেন তারেকুল ইসলাম ২৩ মার্চ, ২০১৩, ০১:০১:২১ দুপুর

মিয়ানমারে আবারও মুসলিম নিধনযজ্ঞ শুরু হয়েছে। তবে এবার রাখাইন নয়, দাঙ্গা ছড়িয়ে পড়েছে দেশটির মধ্যাঞ্চলীয় মিখটিলা শহরে। গত তিন দিনের দাঙ্গায় সেখানে অন্তত ২০ জন নিহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে গতকাল থেকে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট থেইন সেইন।

এপি ও এএফপি জানায়, মিখটিলা শহরতলিতে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে দু’দিনের দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে উন্নীত হয়েছে। গত বুধবার শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৫টি মসজিদ পুড়িয়ে দেয়া হয়েছে। তবে শুক্রবার সেখানে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পরিস্থিতি উত্তেজনাকর ও বিপজ্জনক রয়েছে।

মিয়ানমারের প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির সংসদ সদস্য উয়িন হাতেইন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন তারা। তবে গতকাল সকালে সেখানে নতুন কোনো সহিংসতার ঘটনা ঘটেটি।

মুসলমানদের জ্বালিয়ে দেয়া বাড়িঘরগুলো থেকে এখনও আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি উঠছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বাসিন্দা ও সন্ন্যাসীরা কর্তৃপক্ষকে আগুন নেভাতে দিচ্ছে না।

রাজধানী ইয়াঙ্গুন থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত মিখটিলায় প্রায় এক লাখ মানুষের বসবাস। এর মধ্যে এক-তৃতীয়াংশ মুসলমান।

উল্লেখ্য, গত জুন থেকে মিয়ানমারে রাখাইন রাজ্যে মুসলিম নিধনযজ্ঞ শুরু হয়। এখন পর্যন্ত সেখানে অন্তত ২০০ লোক নিহত এবং এক লাখ লোক উদ্বাস্তু হয়েছে। এদের বেশিরভাগই হতভাগ্য রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘের মতে, রোহিঙ্গারা বর্তমান বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়।

মিয়ানমারের থাই শরণার্থী শিবিরে আগুনে নিহত ৩০ : থাইল্যান্ডের একটি মিয়ানমারি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তে অবস্থিত ‘বান মায়ে সুরিন’ নামের ওই শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে একশ’টিরও বেশি তাঁবুঘর পুড়ে গেছে।

তাত্ক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই ক্যাম্পে প্রায় ৩ হাজার কারেন মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করছে। মিয়ানমার সরকার রাখাইন, কারেনসহ মুসলিম নাগরিকদের সে দেশের নাগরিক হিসেবে গণ্য করে না।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File