সায়দীর ফাসির রায় আর বাস্তবতা
লিখেছেন লিখেছেন তারেকুল ইসলাম ০৭ মার্চ, ২০১৩, ০১:৩৮:১৮ দুপুর
বিস্মিল্লাহিররাহ মানির রাহিম। আমি কোন লেখক নই, নই কোন সাংবাদিক। আমি এক মুসলিম সাধারন বাঙ্গালী। আমি ৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি, দেখিনি রাজাকার তবে আমি দেখিছি ২৮ ফেব্রুয়ারী ২০১৩ এর গণহত্যা। রাজাকার যদি নির্বিচারে মানুষ হত্যাকে বলে তাহলে আমি বলবো গনহত্তাকারী রাজাকার আমি ২৮ ফেব্রুয়ারী ২০১৩ দেখিছি।
বিবেকের মুখে দাডিএ.।.।.।
{বিবেকঃ (১)}
আজ আমি হতাশ, আমি ক্লান্ত। আমি মর্মাহত আমার বিবেকের কাছে। যখন সব হতাশা, ক্লান্তি আমাকে ভাবিয়া তোলে তখন আর নিজেকে থামাতে পারিনি বলেই আজ ব্লগে এসেছি নিজের বিবেককে সবার কাছে ফুটিয়া তুলতে যাদের আছে মনুষ্যত্ব। আমি কোনদিন দেখিনি আমার জন্মের পর থেকে জামায়াত/ শিবির কে কোন মানুষ খুন করতে কিন্তু আমি দেখিছি অন্নদের মানুষ খুন করতে অথচ জামায়াত নাকি রাজাকার আর যারা মানুষ খুন করে প্রকাশে বিশ্বজিৎ এর মত সাধারন দর্জিকে তারা ছিল নাকি মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সন্তান। { কোন দলকে নয় নিজের বিবেককে প্রশ্ন করুন}
বিষয়: রাজনীতি
১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন