ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।
লিখেছেন লিখেছেন আবু নাইম ২৭ মে, ২০১৮, ১২:২৭:৪০ দুপুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ......প্রতি বছর পবিত্র রামজানে লন্ডন প্রবাসী আমার একান্ত প্রিয় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম ও ভাবীর পাঠানো টাকায় বেশ কিছু অসহায় পরিবারকে সুন্দর ভাবে ইফাতার ও ঈদ সামগ্রী দেয়ার ব্যবস্থা করা হয়। আপনারা কেউ যদি আমাদের সাথে অংশীদার হতে চান হতে পারেন অথবা আপনি আপনার এলাকায়ও দিতে পারেন।
আমাদের এলাকাটা বাংলাদেশে একেবারে দক্ষিনে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানকার অকিকাংশ লোকই বলতে গেলে দরিদ্র। তাদের কাছে ইফতারে একটি খেজুর অনেক কিছু এমনও আছে কখনও কোনদিন ইফতারে তারা খেজুর খেয়েছেন কিনা জানি না। আপনারা কেউ যদি অংশীদার হতে চান তা হলে আমার রকেট নম্বর-০১৭০৯৬৪৯৩০০। এনম্বরে রকেট করতে পারেন। বা ইসলামী ব্যাংক ধানমন্ডি শাখা, হিসাব-এমএসএ-20502050200073611, ধানমন্ডি, ঢাকা-১২০৯. পাঠাতে পারেন। তবে ০১৭০৯৬৪৯৩০০ নম্বর বা ইমেইল- তে একটি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দিবেন কত পাঠালেন।
বিষয়: বিবিধ
৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন