কবর থেকে পর্ণগ্রাফি!!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১৬:১৪ দুপুর

আমি আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করতে চাই।আমি যখন ঘটনাটা শুনেছিলাম তখন অনেক কেঁদেছিলাম।মুসলিম দেশের একটি যুবক ছেলে..যে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিল।পর্ণগ্রাফির প্রতি ছিল তার মারাত্মক আসক্তি।আল্লাহ তাকে ক্ষমা করুণ।সে তার কার্ডে অনলাইনে পেমেন্ট এর মাধ্যমে পর্ণ সাইটে রেজিস্ট্রেশন করে রেখেছিল যার কারণে প্রতি সপ্তাহে পর্ণ মডেলদের সম্পূর্ণ নগ্ন ছবি তার মেইলে আসত।তার বন্ধুরা তাকে বলেছিল ঐ ছবিগুলি প্রতি সপ্তাহে পেয়ে যাতে সে নিয়মিত তাদের মেইল করে তাহলে সবাইকে পর্ণ সাইটে টাকা পে করতে হবেনা সে একা পে করলেই হচ্ছে।ফলে ঐ যুবকটির বন্ধুদের একটা বড় গ্রুপ তৈরি হয়ে গেল।প্রতি সপ্তাহেই সে ঐ নগ্ন ছবিগুলী পেয়ে তার বন্ধুদের ফরওয়ার্ড করত।অনেক বন্ধুকে ফরওয়ার্ড করতে হত যা সময়সাপেক্ষ তাই সে সিদ্ধান্ত নিল মেইলগুলি অটো ফরওয়ার্ড করার।অটো ফরওয়ার্ড মানে ঐ পর্ণ সাইট থেকে ইমেইল আসলে সেটা অটোমেটিক তার বন্ধুদের মেইলে ফরওয়ার্ড হয়ে চলে যাবে।

কিছুদিন পর সে গাড়ি দুর্ঘটনায় মারা যায়।তার অনেক বন্ধুও ঐ দুর্ঘটনায় আহত হয়।প্রিয় বন্ধুকে হারিয়ে তার বন্ধুরা প্রচুর মানসিক আঘাত পায়।কয়েকদিন পর তার বাসায় বন্ধুরা মিলিত হয়।সবাই প্রচুর কান্নাকাটি করতে থাকে।উপস্থিত এক আলেম তাদের এমন কান্নার কারন জানতে চায়।তখন তার বন্ধুরা ঐ শায়েখকে বলেন,'এখনও প্রতি সপ্তাহে আমরা সবাই তার ইমেইল পায় যদিও সে এখন কবরে!'

লক্ষ্য করুণ...ঐ যুবকটি কবরে চলে গেছে কিন্তু পর্ণ সাইট থেকে তার মেইল আইডিতে আসা ছবিগুলি অটো ফরওয়ার্ড এর কারণে এখনও তার বন্ধুদের আইডিতে চলে যাচ্ছে!আল্লাহ যুবকটিকে ক্ষমা করুণ।তার এই ঘটনা থেকে তার বন্ধুরা এক বিরাট শিক্ষা পেয়েছে।তারা এখন পর্ণগ্রাফি দেখা ছেড়ে দিয়েছে।

একবার এক বড় আলেমের মজলিসে বসা ছিলাম।তিনি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করছিলেন।আপনারা কত বছর বাঁচতে চান?কেউ কেউ বলছিল আমি ৯০ বছর...কেউ বলছিল আমি ১০০ বছর বাঁচতে চায়।কিন্তু কেউই মৃত্যুর কথা বলছিল না!কারণ কেউই মরতে চায়না!উপস্থিত শায়েখ বললেন,'ধরুন আপনি ১০০ বছরই বাঁচলেন...কিন্তু তারপর..যখন ১০০ বছর শেষ হবে তারপর কি হবে?আপনাকে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে।অতএব আল্লাহর কাছে আমাদের সবাই যাতে ভাল রেকর্ড নিয়ে যেতে পারি সেই চেষ্টা করা প্রয়োজন।

-- মুফতি ইসমাইল মেংক এর একটি লেকচার থেকে অনুবাদ করেছি



পর্ণগ্রাফি বর্তমানে আমাদের যুবকদের জন্য একটা মারাত্মক ফেতনা!জিনিসটা সহজলভ্য হওয়ায় অবচেতনভাবেই আমরা পর্ণগ্রাফিতে আসক্ত হয়ে পড়ি!আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুণ এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পর্ণগ্রাফি থেকে বেচে থাকার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

১৮৮৪৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302918
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৪
আবু জারীর লিখেছেন : মৃত্যুর পরেও মানুষের নেক বা বদ আমাল যে জারি থাকবে এটা তার একটা উত্তম উদাহরণও বটে। ধন্যবাদ।
302920
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৬
হতভাগা লিখেছেন : কোন কোন Psycho তো ডেড বডির সাথেও সেক্স করে
302921
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৭
shaidur rahman siddik লিখেছেন : লেখাটা অনেক ভালো লাগলো।ধন্যবাদ মহান আল্লাহ তায়ালা আমাদদের ওইসব থেকে মাফ করুক
302923
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫১
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ
302925
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
আফরা লিখেছেন : শেয়ারের জন্য অনেক ধন্যবাদ ।
302926
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৬
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো।
302930
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক শিক্ষণীয়। সে নো টু পর্ণোগ্রাফি।
302933
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
দুষ্টু পোলা লিখেছেন : মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক শিক্ষণীয়। সে নো টু পর্ণোগ্রাফি।
302935
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১০
অনেক পথ বাকি লিখেছেন : ইয়া আল্লাহ আমাদের বাঁচাও
১০
302942
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩২
ইয়াফি লিখেছেন : হৃদয়গ্রাহী ঘটনা। ভালকাজ ও মন্দকাজ কিভাবে জারী থাকে তা সবার বুঝে আসবে।
১১
302982
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষণীয় ঘটনা। ভালো লাগলো
অনেক ধন্যবাদ
১২
303058
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৩
303704
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগল
অনেক ধন্যবাদ
১৪
303937
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File