সবার জন্য খুবই প্রয়োজনীয় ব্রাউজার এর কয়েকটি এক্সটেনশন-০১
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ১০ নভেম্বর, ২০১৪, ১১:৫৮:১৫ সকাল
আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় কয়েকটি গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স এর এক্সটেনশন নিয়ে এলাম...
গুগলে অনেক সময় সার্চ দিলে দেখা যায় মাঝে মাঝে কোন পর্ণ সাইট কিংবা অশ্লীল সাইটগুলির লিংক চলে আসে।ভাল কিছু লিখে সার্চ দিলেও মাঝে মাঝে কিছু এমন জিনিস থাকবেই!এক্ষেত্রে আপনার ব্রাউজারে 'Anti-Porn' এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন।এটি পর্ণ সাইট ও এডাল্ট কন্টেন্টগুলী ব্লক করে দিবে।
গুগল ক্রোম লিংক
মজিলা ফায়ারফক্স লিংক
বিভিন্ন ওয়েবসাইটে ডানে বামে মাঝে মাঝে অশ্লীল বিজ্ঞাপন দেখা যায়।আর তাছাড়াও এই বিজ্ঞাপনগুলি খুবই বিরক্তিকর।এসব বিজ্ঞাপন ব্লক করে রাখতে আপনার ব্রাউজারে AdBlock' এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন।এটি সব ধরণের বিজ্ঞাপনগুলী ব্লক করবে।
গুগল ক্রোম লিংক
মজিলা ফায়ারফক্স লিংক
অনেক সময় ইউটিউবে হোমপেজ খুললেই কিছু অশ্লীল ভিডিও চোখে পড়ে।ইউটিউবে এসব ভিডিও ব্লক করতে 'Video Blocker' এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন।মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি যেকোনো ভিডিও ব্লক করতে পারবেন।
গুগল ক্রোম লিংক
মজিলা ফায়ারফক্স লিংক
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন