ভাইজান!এইবার থামেন!আবেগ নয় বিবেককে কাজে লাগান!
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ১০ ডিসেম্বর, ২০১৩, ১১:০৯:৪৫ সকাল
জীবনের ঝুঁকি নিয়ে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর খুলনায় পাক হানাদার বাহিনীর নৌঘাটি তিতুমীর দখল করার উদ্দেশ্যে যিনি দেশের জন্য প্রান বিলিয়ে দেন সেই দুঃসাহসী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের আর ৪২তম মৃত্যুবার্ষিকী।আসুন একটু দেখে নেই দেশের জন্য প্রান উৎসর্গকারী এই বীরশ্রেষ্ঠকে আমরা কি দিয়েছি।
--চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হিসাবে নামকরন করেছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামকে বাদ দিয়ে আওয়ামীলীগ নেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর নামে নামকরন করে!
-- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কাছে নির্মিত স্টেডিয়ামটির নামকরণ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে করার কথা থাকলেও শেষ পর্যন্ত শেখ কামালের নামে নামকরণ করা হয়!
-- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রতিবন্ধী ছেলে শওকত আলী পাটোয়ারী।বাবা বীরশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তাকে চায়ের দোকানে পানি টেনে,কখনও স্থানীয় একটি স’মিলে ভ্যান গাড়ী ঠেলে জীবন নির্বাহ করতে হচ্ছে।কখনও খেয়ে,কখনও না খেয়ে খুবই কষ্টে জীবনযাপন করছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার।
মুক্তিযুদ্ধের কথা শুনলেই আবেগি তরুণদের মাঝে চেতনা জেগে উঠে!আর এই আবেগকে পুঁজি করে মুক্তিযুদ্ধের নাম করে চেতনা ব্যাবসায়িরা চালিয়ে যাচ্ছে রমরমা ব্যাবসা।যেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা খ্যাতি,যশ ও অর্থ-বিত্তের পাহাড় গড়ে চলেছেন..যেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামীলীগ তরুণদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে বেড়ায় সেই মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ঘরের চুলায় কেন আগুন জ্বলেনা!কেন একজন বীরশ্রেষ্ঠের নামফলককে তারা স্টেডিয়ামে শোভা পেতে দেয়না!এসব বিষয় নিয়ে চেতনা ব্যাবসায়িদের কোন মাথাব্যাথা নাই কেন?ভাইজান!এইবার থামেন!আবেগ নয় বিবেককে কাজে লাগান!একটু মাথা খাটান!তাহলেই বুঝবেন মুক্তিযুদ্ধের চেতনাকে কারা ধর্ষণ করে চলেছে প্রতিনিয়ত!!
বিষয়: রাজনীতি
১৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন