বুক রিভিউ::মরহুম আব্বাস আলী খান রচিত 'বাংলার মুসলমানদের ইতিহাস' (ডাউনলোড লিঙ্কসহ)।

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ২০ অক্টোবর, ২০১৩, ১২:৪৬:২৮ দুপুর

'ইতিহাস একটা জাতির মধ্যে জীবনীশক্তির সঞ্চার করে।কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে হবে অথবা বিকৃত করে পেশ করতে হবে।একজন তথাকথিত মুসলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারনা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে,তাহলে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরুধি কথা বেরুবে যেসব কথা একজন অমুসলমান মুখ থেকে বের করতে অনেক সাত পাঁচ ভাববে।এ ধরণের হস্তিমূর্খ মুসলমানের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে।'(মরহুম আব্বাস আলী খান)

মরহুম আব্বাস আলী খান রচিত 'বাংলার মুসলমানদের ইতিহাস' বইটি আমাকে আমাদের জাতিসত্তা সম্পর্কে নতুন করে ধারনা দিয়েছে।এক অসীম সত্যের সন্ধান পাবেন এই বইটিতে।বাংলার মুসলমানদের উদ্ভব,ক্রমবিকাশ ও শাসনামলের স্বর্ণযুগ সম্পর্কে আমরা কতইনা অজ্ঞ।বিকৃত ইতিহাস আমাদের নিক্ষেপ করেছে ভ্রান্তির বেড়াজালে।বলা হচ্ছে এই বাংলায় ইসলাম এসেছে বখতিয়ার খিলজির সময়ে।বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষ সবাই অন্য ধর্মের অনুসারী ছিল!অথচ ইসলামের আবির্ভাবের পরপরই যে এদেশে ইসলাম শেকড় গেড়ে বসে আছে সে ইতিহাস আমাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে।মুসলিম শাসনামলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল ধর্মের লোকেরা যে এই ভূখণ্ডে কত শান্তির সাথে বসবাস করত সেই ইতিহাসও আমাদের অজানা।বাংলার মুসলিমদের শাসনামলের স্বর্ণযুগের ইতিহাস আমরা কতটাই বা জানি!অথচ হিন্দু শাসনামলে সাম্রদায়িক সম্প্রীতি বলতে কিছুই ছিলনা।হিন্দু জমিদারেরা দাড়ির উপর সেই আমলের আড়াই টাকা হারে খাজনা আদায় ও গোঁফ ছাটার জন্যে পাঁচ সিকা খাজনা আদায় করত!গরু কোরবানি করলে ডান হাত কেটে নেয়া হত!মসজিদ নির্মাণের উপর পাঁচশ এবং পাকা মসজিদ হলে এক হাজার টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হত।কিছু কিছু এলাকায় আজান নিষিদ্ধ করা হল!রাজা গণেশের আমলে অসংখ্য আলেমকে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে ডূবিয়ে মারেন।

ব্রিটিশবিরুধি আন্দোলনেও মুসলিমরা ছিল অগ্রগামী।শহীদ তিতুমীর,হাজী শরিয়তউল্লাহ,সাইয়েদ আহমেদ শহীদ,শাহ ওয়ালিউল্লাহ এদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি!'৪৭ এ কেন দেশ ভাগ হল,পাকিস্তানের আদর্শিক পটভুমিই বা কি ছিল,কেন পাকিস্তান দুই ভাগ হল এসব বিষয়ের সুস্পষ্ট ইতিহাস আমাদের জানা প্রয়োজন।

মুসলিম হওয়া সত্ত্বেও তিতুমীরের বাঁশেরকেল্লা,বালাকোটের ময়দান তথাকথিত মুসলমানদের মাঝে আজ প্রেরণা যোগায় না।এর কারন একটাই।আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ।আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন!আর এজন্যই তথাকথিত মুসলিমদের প্রতি ইঙ্গিত করে জাগৃতির কবি ইসমাঈল হোসেন সিরাজী বলেছেন,

"দেখ একবার ইতিহাস খুলি

কত উচ্চে তোরা অধিষ্ঠিত ছিলি,

তথা হতে হায়! কেন রে পড়িলি?

নয়ন মেলিয়া দেখ একবার।"



মরহুম আব্বাস আলী খানের 'বাংলার মুসলমানদের ইতিহাস' বইটি সবাইকে পড়ার জন্য অনুরধ করছি।বইটি কাঁটাবনে বইয়ের দোকানগুলিতে পাবেন।এছাড়াও দেশের প্রায় সবগুলি লাইব্রেরীতে বইটি পেতে পারেন।বইটি ডাউনলোড করতে পারেন এই লিংকে গিয়ে

বিষয়: বিবিধ

৩০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File