গণতন্ত্র! ইহা আসলে কি বস্তু?

লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ২২ মার্চ, ২০১৩, ০১:০৫:৫৩ রাত

গণতন্ত্র বিষয়টি বড়ই দূর্বোধ্য লাগিতেছে। ইহা আসলে যে কি বস্তু তাহা কিছূতেই হৃদয়াঙ্গম করিতে পারিতেছি না। বুঝিলাম, নির্বাচনে প্রার্থী হওয়া না হয় গণতন্ত্র, কিন্তু প্রার্থী না হইয়াও জোড় করিয়া ক্ষমতা হস্তগত করাও ( আমাদের দেশের সাবেক সৈরাচারগণও বিশ্বের অন্যান্য, একনায়কগণ এই তালিকায় পড়ে) দেখি গণতন্ত্র! সংসদে যোগদান করিয়া খিস্তি খেউর করা না হয় গণতন্ত্র( এ ব্যপারে না হয় কিছু নাই বলিলাম, কারণ তাহা সম্বন্ধে বিটিভির কল্যাণে আপনার সম্যক অবগত), আবার দেখি সারা জীবন সংসদের পথ না মাড়াইয়া, রাস্তা আটকাইয়া মিটিং মিছিল করাও গতন্ত্র( এই তালিকায় আমাদের দেশের বাম তালিকাভুক্ত দলগুলি পড়িবে নিশ্চয়)। হরতাল করিয়া জনমনে আতংক সৃষ্টি করিয়া মানুষের গাড়ি, বাড়ি, দোকানপাট ভাংচুার করা, অগ্নি সংযোগ করিয়া জালাইয়া দেওয়াও গণতন্ত্র( এই তালিকায় আসিয়া সকলেই পড়িয়া যাইবেন বোধ হইতেছে)। আবার দেখি হরতালকারীদেরকে লাঠিপেটা করিয়া হাড্ডিগুড্ডি ভাঙ্গিয়া দেয়াও গনতন্ত্র ( কোন ধরণের ব্যাখ্যার প্রয়োজন উপলদ্ধি করিতেছি না)। পত্রিকার পাতায় কাহারো নামে হরদম মিথ্যাচার করিয়া কোন বেচারা বেচারিকে পচাইয়া গলাইয়া দেওয়াও গণতন্ত্র। আবার সেই পত্রিকার সম্পাদককে গ্রেফতার করিয়া মানহানি মামলা দিয়া চৌদ্দ শিক চিনাইয়া দেওয়াও গণতন্ত্র। কাহার যে মান আছে বা কি পরিমাণ আছে তাহা কে নিরুপণ করিবে? আবার সেই মানের চাকা কার যে কখন পাঙচার হইয়া যাইবে তাহা অনুমান করা বড়ই মুশকিল। গণতন্ত্রের যাহারা জন্মদাতা অর্থাৎ পশ্চিমা সভ্যতার ধ্বজাধারী, তাহারাই গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করিতেছে( যার যাহা করিবার অধিকার রহিয়াছে, যেমন খুশি মত প্রকাশের অধিকার আছে,...ইত্যাদি) এবং সে সংজ্ঞা মোতাবেক আমল করিতে অপরকে বাধ্য করিতেছ। কিন্তু এই সংজ্ঞা আর আমলের বেমিল( সাবেক ইরাক, বর্তমান ইরান, ফিদেল কাস্ত্রোর কিউবার ব্যাপারে গৃহিত নীতি) দেখিয়া আমার বুদ্ধি জ্ঞান তালগোল পাকাইয়া যাইতেছে। সামান্য ছুতা নাতায় অন্যের সার্বভৌম দেশে উড়িয়া আসিয়া বোমা মারিয়া গুড়াইয়া দিতেছে( আফগানিস্থান, ইরাক লিবিয়া, সিরিয়া)। বলিতেছে ইহাও নাকি গণতন্ত্র! তাহাদেরই কেউ আবার ািনজেদের দেশে (বৃটেন, জাপান) রাজতন্ত্র টিকাইয়া রাখিয়াও অপরের কর্ণকুহরে গণতন্ত্রের মন্ত্র পাঠ করিতেছে । দেশে দেশে রাজ তন্ত্রের রাজা মহাশয়দের (বিশেষ করিয়া সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের আমিরাত সমূহ) বহাল তবিয়তে টিকাইয়া রাখিতে যারপর নাই কসরতে লিপ্ত। বলা হইতেছে ইহাও নাকি গণতন্ত্র । সব চলিতেছে গনতন্ত্রের নামে । ইহাও গণতন্ত্র উহাও গণতন্ত্র। এসব দেখিয়া শুনিয়া আমার চিত্তাকাশে একটাই প্রশ্ন ঘুরপাক খাইতেছে আসলে গণতন্ত্র বিষয়টি কি? “ইহা কি খায় না পড়া হয়” নাই বা বলিলাম।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File