মান্না দে'র অসাধারণ একটি গান
লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ১৮ মার্চ, ২০১৩, ০২:০৬:৪২ রাত
আমি আজ আকাশের মতো একেলা
কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা........একেলা
সজল উদাস পায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস পায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
বিলাপের ভাঙ্গা সুর ভেঙ্গে গেছে আধার বিনায়
কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা........একেলা
দুটি গান দুটি প্রাণ দুটি মন
এই নিয়ে দুজনার এ ভুবণ
দুটি গান দুটি প্রাণ দুটি মন
এই নিয়ে দুজনার এ ভুবণ
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহণ জ্বালা
সে সাধ অতীত আজ কাদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহণ জ্বালা
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়
কাজল মেঘের ভাবনায়ম, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়
বাদলের এই মেঘ ঘিরেছে ব্যাথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা........একেলা
এখানে শুনুন
বিষয়: বিবিধ
২১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন