৫ই মের ঘটনায় আওয়ামীলীগকে যে জন্য ধন্যবাদ জানাই।
লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ১১ জুন, ২০১৩, ০১:২২:৫৪ রাত
৫ ই মের গভীর রাতে হেফাযত কর্মীদের উপর আইনশৃঙ্খলাবাহিণীর উচ্ছেদ অভিযানে কথিত হাজার হাজার হুজুরদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি বর্তমান আওয়ামীলীগ সরকারকে ধন্যবাদ জা্নাই। যদিও সেদিন প্রকৃত পক্ষে কত জন্ নিহত হয়েছে তা নিয়ে যথেষ্ট অন্ধকারে আছি।যদি হাজার হাজার হয় তবুও দু:খ করছি না। আবার যদি ২০-২৫ জন হয় তাতেও দু:খ নেই। অনেকে মনে করতে পারেন কেন আমি এই গর্হিত কাজকে সমর্থন করছি।আবার বলতে পারেন, যে কেউ যে কোন কিছুকে সমর্থন করতে পারে। যারা আওয়ামীলীগ করে তারা তো সমর্থন করবেই এব্ং করেছেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আওয়ামীলীগকে অপছন্দ করলেও কেন তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন দিলাম তার ব্যাখ্যা দিব।তার আগে বলে নেই- সেদিন রাতে যদি ২০-২৫জন নিহত হয়েও থাকে- তবুও হেফাজতীদের দাবী করা তিন হাজারটাই সবাই জানুক। এবারে পরিষ্কার করছি কেন আমার এই অবস্থান-
এর ফলে যারা ইসলামের পক্ষে আন্দোলন করেন তাদের জন্য কিছু বার্তা পৌছে গেল। আর তা হলো ক) এখন থেকে যারা ইসলামের নামে আন্দোলন করবে তাদের মনে রাখতে হবে তাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কেউ নেই।
খ) তাদের সকল প্রকার পূর্ব প্রস্তুতি নিয়ে ময়দানে নামতে হবে।
গ) আর যদি প্রস্তুতি না থাকে তবে ঘরে বসে থাকাই উত্তম মনে করবে।
ঘ) কেননা ইসলামের সৈনিক দাবী কোরে পরাজিত হওয়া, শত্রুর হাতে মার খাওয়া পবিত্র ই্সলামের জন্য অপমানজনক। রসুলাল্লাহ কোন যুদ্ধে পরাজিত হন নি ( এমনি ওহুদেও নন)।
এমন কি তার প্রকৃত উম্মাহও কখনো হারেন নি। কারণ মোমেনরা কথনো পরাজিত হোতে পারেন না।সাময়িক পরাজয় এলেও তা তারা শুধরে নিয়েছেন। মনে রাখতে হবে আমি রসুলাল্লাহর প্রকৃত উম্মাহ অর্থাত ৬০/৭০বছরের প্রাথমিক যুগের কথা বলছি।
ঙ) রাজনৈতি দলের সমর্থন পেয়েই বিজয় এসে গেছে ভেবে আর ভুল করবে না।
চ) অহংকারে মত্ত হবে না।
ছ) বৃথা আস্ফাল করবে না।
জ) যা পারবে না তা বলবে না।
ঝ) প্রতারক প্রচলিত রাজনৈতিক দলগুলিকে বন্ধু হিসেবে মেনে নেবে না।
ঞ) তাদের মিথ্যা প্রতিশ্রুতিকে বিশ্বাস করবে না।
ট) শত্রু শত্রুই, শত্রু বড় নির্মম ও নির্দয় এই বিশ্বাস আত্মায় গেথে যাবে।নিরস্ত্র, নীরিহ, অপ্রাপ্তবয়স্ক ইত্যাদি শত্রুর মনে করুনা জাগাবে না।
ঠ) পরাজিত হলে বেশী নিহত হয়েছে বোলে মানুষের সিম্পেথি আদায় করেও লাভ হবে না।
ড) বিবেক বোধ, বিবেচনা, যুক্তিবোধ ছাড়া, নিজেরা সঠিক এই আত্মপ্রত্যয় ছাড়া মাঠে নামবে না।
ঢ) শত্রুর মোকাবেলা শক্তি দিয়েই করতে হবে।
এই তালিকা আরো অনেক বড় করা যায়। আপাতত এখানেই থামলাম। এই বিষয়গুলো উপলধ্ধি করার মত সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামীলীগকে অসংখ্য ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন