মানবতাবাদী চাপাবাজ শিমু নাসেররে ঝাইড়া আসলাম
লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ২৭ এপ্রিল, ২০১৩, ০২:৪৫:৩৯ রাত
মাফ করবেন। খুব রাগ হয়ে গিয়েছিলো। নিজেকে সামাল দিতে পারলাম না। ঝাইড়া কমেন্ট করে আসলাম।
মুখে বড় বড় কথা। উপায় ছিলো না সত্যি।এই লিংকে যান। যা লিখলাম:
আপনি আবার এসেছেন? এনাফ ওয়াজ এনাফ! মানবতাবাদী সাজেন? ল্যান্জা বেরিয়ে গেলো যে দাদা!! মুখে বড় বড় ফুটানী। তা দাদা আপনাদের বহুত জ্ঞান আছে স্বীকার করি। আছে কথার যাদু। কিন্তু আপনারা আত্মিকভাবে বড়ই অন্তসারশুন্য। মিছে আমরা আপনাদের ফলো করি। আমরা আবাল ভুদাই বা্ংগালী তো। আপনাদের চালাকি ধরতে পারি না। তার চাইতে রানার মতই হয়ে যাননা। খামোখা ল্যান্জা বের হওয়ার সম্ভাবনা থাকবেনা। আর যদি সত্যি সত্যিই রানাদের মতো চরিত্র অপছন্দ করেন তাহলে আর সাফাই গাইতে আসবেন না। প্রথম আলোতে চাকরি করেন বলে নিজের স্বত্বা বিক্রি করে দিবেন? প্রথম আলো কি মহাভারত? কোন প্রমান পেয়েছেন? কিঙবা ঐশ্বরীক কোন বার্তা? আপনারা যা মনে করেন তাই ঠিক সবসময়? হাজার হাজার মানুষ কি কিছুই বোঝে না? ন্যায় অণ্যায়, নীতি নৈতিকতার সজ্ঞা কি আপনারাই ঠিক করে দিবেন? হয়তো তর্কে আপনাদের সাথে পারবোনা। আপনাদের মতো অত পড়ালেখা নেই। চাপায় জোড় নেই। বলুনতো আত্মা থেকে আপনারা কি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না থাকেন, যদি নিরহঙকারী হয়ে থাকে তাহলে ক্ষমা না চান অন্ততপক্ষে আর সাফাই গাইতে আসবেন না। প্রথম আলো আপনাদের প্রভু নয়। চাকরি হয়তো করেন তাই এক রকম প্রভুও । কিন্তু প্রথম আলো কর্তৃপক্ষের সব দায় আপনার ঘাড়ে কেন নেবেন? আরেকটা কথা মনে রাখবেন। সবসময় জয় দিয়ে জয় আসেনা। হেরে গিয়েও জেতা যায়। তর্ক না করে ভুল বোঝার চেষ্টা করুন। আপনাদের জ্ঞান দিয়ে সব চলে না। মিডিয়ার বাইরেও জগত আছে।তাদের মূল্যবোধ একরকম নয়। সীমিত আকারে নাচ গান এই শোকে গ্রহণযোগ্য নয় এটা আপনাকে বুঝতে হবে । অহ্ংকারে লাফাবেন না।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন