কতগুলো প্রশ্নবোধক চিহ্ন!!

লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:২৪:২৯ সকাল

কেন এত বিভেদ চারিদিকে? মানুষতো এক আদম থেকে আগত। তবে কি তারা তা ভুলে গেছে? ভুলে গেছে তাদের আদি পরিচয়? কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি? এক ধর্ম আরেক ধর্মকে ছোট করে! নাকি ভুল বল্লাম? এক ধর্ম তো কোনদিন অন্য ধর্মকে ছোট করে নি। ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে খাটো করে দেখে। মানুষ নাকি সবচাইতে বুদ্ধিমান প্রাণী। কিন্ত আমার মনে হয় এর উল্টো। যদি তাই হয় তাহলে কেন মানুষ যুক্তি বুদ্ধি দিয়ে তাদের মধ্যে থেকে সব ব্যবধানকে মুছে দেয় না? যা মিথ্যা, যা অন্যায় তাকে দূরে সরিয়ে দেয় না? মানুষ যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে কেন, কোন যুক্তিতে অন্য একজন মানুষকে ঘৃণা করে? দিন দিন ক্রমশ এই ঘৃণা বেড়েই চলছে। যেখানে উষ্কানী আছে সেখানে মানুষ ঝাপিয়ে পড়ে। মানুষ মানূষকে মারতে মারতে উল্লাস করে। কি বিভতস্য! তারা কি ভেবে দেখে না ঠিক যাকে মারা হচ্ছে তারই মতো সেও যদি একদিন বাটে পড়ে যায় তাহলে তার কি অনুভুতি হবে? হায় দু:খ, হায় দু:খ আমার! আফসোস!! বড়ই আফসোস!! কেন এত বিভেদ আর ব্যবধান?? কোথায় আছে মুক্তি? কে এই অমানুষগুলোকে মানুষ করে তুলবে?

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File