মেজাজ বিগড়ে গেল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ নভেম্বর, ২০১৪, ১১:১৩:২৫ সকাল
আজ অনেক স্থানে ঘুরে সচিত্র ভ্রমন কাহিনী লিখলাম কিন্তু আপলোড ক্লিক করার পর দেখালো আমি লগইন করিনি...লেখা সব মুছে গেল। এরকম আগেও একবার হয়েছিল। ....এত কায়দা করে লিখলাম অনেকদিন পর আর তা মুছে গেল....
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এইযে----ভাইয়া আবার মনে করিয়েন না আপনার কষ্টের জন্য আমি খুশী হয়েছে ।আমি খুশী হয়েছি এই কারনে এই দলে আমি একা না অনেকেই আছে তাই ----।
একটা বুদ্ধি দিচ্ছি...... এটা ফলো করবা সবসময়! কেমন? .....
পোস্ট লেখা শেষ হওয়ার সাথে সাথে (পাবলিশ করার আগে) পুরো পোস্টটি কপি করে "এমএস ওয়ার্ড" বা "নোট প্যাড" এ সেইভ করে রাখবা সবসময়। এতে পোস্টটি হারিয়ে গেলেও কোন চিন্তা থাকবে না। ব্যাকআপ থেকে নিয়ে আবার পাবলিশ করা যাবে।
কেন পারিবে তাহা ভাব একবার!!!
মন্তব্য করতে লগইন করুন