শেষ পর্যন্ত চলে গেলেন ফিল হিউজ

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৭ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:৩৬ সকাল



শেষ পর্যন্ত বিদায় নিলেন অষ্ট্রেলিয় ক্রিকেটার ফিল হিউজ। দুইদিন কোমায় থাকার পর কিছুক্ষন আগে তার মৃত্য ঘোষনা করেছেন ডাক্তার। ২৬ তম জন্মদিনের মাত্র তিনদিন আগে ১৯৮৮ সালে জন্মগ্রহন কারি এই ক্রিকেটার দুনিয়া ছেড়ে চলে গেলেন। দক্ষিন অষ্ট্রেলিয়ার পক্ষে অষ্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেনির সেফিল্ড শিল্ড এর খেলায় প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলস এর বোলার শন এবট এর একটি বাউন্সার হেলমেট এর ফাঁক দিয়ে তার মাথায় আঘাত করে। সাথে সাথে বেহূশ হয়ে যান তিনি। দ্রুত ৯০ মিনিট ব্যাপি অপারেশন হলেও ২৬ টি টেষ্ট খেলা এবং টেষ্টে সবচেয়ে কম বয়সে দুই ইনিংসে সেঞ্চুরি করা এই খেলোয়াড় মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়ার মায়া কাটিয়ে গেলেন। অবিবাহিত এই ক্রিকেটারের মা ও বোন রয়েছেন। ২০০৯ সালে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তার টেস্ট অভিষেক হয়। দ্বিতিয় টেষ্ট এই এই রেকর্ড করেন তিনি।

ঢাকার মাঠে এভাবে মাথায় বলের আঘাতে মারা গিয়েছিলেন রমন লাম্বা। সেটা অবশ্য বোলার এর বল ছিলনা বরং ব্যাটসম্যান এর সপাটে চালান বল সিলি মিডঅফ এর ক্যাচ ধরার চেষ্টায় মাথায় আঘাত পেয়ে তিন দিন কোমায় থেকে মৃত্যুবরন করেছিলেন তিনি।

ক্রিকেট অষ্ট্রেলিয়ার সাথে আমরাও তার জন্য শোকাভিভুত।

তবে এটি একটি দুর্ঘটনা। এই জন্য কেউ যেন আবার ক্রিকেট নিষিদ্ধের দাবি না তোলেন!!!



আঘাত পাওয়ার পরপরই মাটিতে হিউজ।

বিষয়: বিবিধ

১৪৪৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288764
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৪
ফেরারী মন লিখেছেন : সাতসকালেই খবরটা পড়ে কষ্ট পেলাম। Sad
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
232608
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই দুঃখজনক ঘটনা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
288765
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
আব্দুল গাফফার লিখেছেন :
ক্রিকেট অষ্ট্রেলিয়ার সাথে আমরাও তার জন্য শোকাভিভুত। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
232609
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
288769
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Worried Worried মনটা খারাপ হয়ে গেল ।
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
232610
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন খারাপ হওয়ার মতই দুঃখজনক।
ধন্যবাদ মন্তব্যর জন্য।
288778
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : খবরটা শুনে খুব খারাপ লাগলো ।

এক টেস্টের উভয় ইনিংসে সেন্চুরি করা ব্যাটস্‌ম্যানদের মধ্যে হিউজ আছেন।

http://www.espncricinfo.com/rsavaus2009/engine/match/350473.html

রমন লাম্বা ছিলেন সিলি মিড অনে আর ব্যাটস্‌ম্যান ছিল ডানহাতি । ব্যাটস্‌ম্যান অফ সাইডের চেয়ে লেগ সাইডে বেশী জোরে মারতে পারে কারণ ঘুরিয়ে মারা হয় বলে ।
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
232611
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই দুঃথজনক ঘটনা।
ধন্যবাদ রমন লাম্বার তথ্যটি জানানর জন্য। ব্যাটসম্যান ছিলেন মেহরাব হোসেন অপি। তিনি বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেও তার ক্যারিয়ার দির্ঘ হয়নি। ঘটনার পর তিনি কিছুদিন অবসাদগ্রস্ত ছিলেন।
288783
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
ইয়াফি লিখেছেন : আশা ছিল বেঁচে যাবেন! কিন্তু চলেই গেলেন! মন ভার হয়ে গেল। দারুণ সহাভুতি দেখিয়েছে পাক-কিউ ক্রিকেট বোর্ড তাদের আজকের খেলা পরিত্যাগ করে।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৮
232635
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম অপারেশন টা সফল হয়েছিল বলে ডাক্তার দের মতামত।
কিন্তু জিবনমৃত্যুর ফয়সালা একজনেরই হাতে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
288787
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
মামুন লিখেছেন : খবরটা শুনে খারাপ লাগল। তবে তার মৃত্যু এভাবেই আল্লাহপাক রেখেছিলেন। এঁকে আমাদের মেনে নেবার সাথে সাথে আরো সতর্ক হওয়া উচিত। সেটা খেলাধুলা হোক কিংবা জীবনযাপনের যে কোনো ক্ষেত্রেই হোক। Good Luck Good Luck
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১১
232636
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
কোন সতর্কতাই মৃত্যকে হারাতে পারেনা। সাবধান থাকা অবশ্যই উচিত কিন্তু মৃত্যু অনিবার্য।
288804
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. It is a sad news no doubt so we need to think it over. Jajakallahu khair.
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১২
232637
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Walikumassalam
Yes its a very sad event.

Thanks for the comment.
288822
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৩
ইক্লিপ্স লিখেছেন : সত্যি খুব খারাপ লেগেছে।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৪
232638
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমারও খারাপ লাগছে।
তবে এতে শিক্ষাও আছে। ওয়াকার ইউনুস, শোয়েব আখতার এর বাউন্সার মাথায় লেগে নাক থেকে রক্ত ঝড়েও পরদিন থেলতে নেমেছে এমন থেলোয়ার আছে। হেলমেট পড়েও এই মৃত্য আমাদের একটা শিক্ষাই দেয় যে জিবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ।
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
288831
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : দুঃখজনক! এর আগে ঢাকার মাঠে মেহরাব হোসেন অপির একটি স্ট্রোকে মারা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৪
232639
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
কোন সাবধানতাই মৃত্যুকে ঠেকাতে পারেনা।
১০
288875
২৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
লজিকাল ভাইছা লিখেছেন : ভিডিও টি দেখার পর খুব খারাপ লাগলো।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
232640
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই খুব দুঃখজনক।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
১১
288997
২৭ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
লজিকাল ভাইছা লিখেছেন : মানুষের মৃত্যু কখন, কোন অবস্থায় হবে সেটা আমরা কেউ জানিনা, কিন্তু প্রতিটি জীবনকেই মৃত্যু স্বাদ গ্রহন করতে হবে এই সত্যটা আমরা সবাই জানি এবং জেনেও আমরা মনে করি আমরা বৃদ্ধ হলেই মারা যাবো, আর তাই আমরা সবাই প্রতিদিন অনেক বছর পরের প্ল্যান করি !

অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার ফিলিপ হিউজ ছিল মাত্র ২৫ বছরের এক তরতাজা যুবক, মঙ্গলবার খেলার সময় ৬৩ রানে ব্যাট করছিলেন, কিন্তু বোলারের একটি বাউন্সারকে পুল করতে গিয়ে বলটিকে মিস করলে সেই বল তার হেলমেট পরিহিত মাথায় আঘাত করে এবং সেই আঘাতেই আজকে তার মৃত্যু হয় !
কথা হলো, এমন বাউন্সার সে জীবনে অনেকবার খেলেছে এবং মিস করে মাথায় আঘাতও পেয়েছে কিন্তু সেদিনের বাউন্সারের সাথে মালাকুল মউত আজরাইল ( আঃ) হাজির হয়ে গেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে তার মৃত্যু হয় ।

জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবি হউক ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবি হউক ।
২৮ নভেম্বর ২০১৪ রাত ১২:১৮
232713
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।]


কিন্তু শেষের স্লোগানটি পুরা মন্তব্যটি নষ্ট করে দিল!
তাই দেশের জন্য অশুভ কামনা করে মন্তব্য করার জন্য ওয়ার্নিং দেয়া হলো!!
২৮ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৬
232720
লজিকাল ভাইছা লিখেছেন : আসলে গত ৬ বছর যাবত, আমি যাহা চাই বা সাপোর্ট কতেছি, ঠিক তার উল্টোটাই ঘটতেছে!!!!তাই এখন ঠিক করেছি উল্টোটাই করে দেখি। যেমন মনে প্রানে চেয়েছিলাম ২৯ই ডিসেম্বর কিছু একটা হবে, কিছুই হল না। ইত্যাদি--------। তাই শেষের দুইটি লাইন দিলাম এবার যদি উল্টো হয়!!!! এই -----Good Luck Good Luck
১২
289040
২৮ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
লজিকাল ভাইছা লিখেছেন : আসলে গত ৬ বছর যাবত, আমি যাহা চাই বা সাপোর্ট কতেছি, ঠিক তার উল্টোটাই ঘটতেছে!!!!তাই এখন ঠিক করেছি উল্টোটাই করে দেখি। যেমন মনে প্রানে চেয়েছিলাম ২৯ই ডিসেম্বর কিছু একটা হবে, কিছুই হল না। ইত্যাদি--------। তাই শেষের দুইটি লাইন দিলাম এবার যদি উল্টো হয়!!!!
১৩
289500
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : খুব-ই কষ্টের ঘটনাটা!
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
233194
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যই খুব কষ্টকর।
অনেক ধন্যবাদ সু্ন্দর মন্তব্যটির জন্য।
১৪
289780
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দুঃখজনক, ব্যাটসম্যানদের নিরাপত্তা আরো জোরদার করতে হবে
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
233584
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই দুর্ভাগ্যজনক।
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
১৫
290117
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:২৪
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সত্যিই ক্রিকেটের জন্যে একটি দু:খজনক ঘটনা । আইসিসিকে এনিয়ে বিকল্প চিন্তা করা দরকার, ক্রিকেটের স্বার্থে ক্রিকেটারদের জীবন রক্ষার জন্যে । অনেক ধন্যবাদ সবুজ ভাই ।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
233937
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিউজ হেলমেট পড়াই ছিলেন। এটি দুর্ঘটনা। আর মৃত্য কেবল আল্লাহর হাতে। এটি বড় শিক্ষা।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File