হ্যালোইনের মিস্টি কুমড়া,আমার মিস্টি কুমড়া,পাশের বাড়ি আগুন লেগেছে এবং প্রতিবাদে উত্তাল ঢাকা।

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৪৩:৪৪ সকাল

ইদানিং লিখতে তেমন মন চায়না। সস্তা গোছের লেখার কারনে পাঠক কম। ভারী লেখা লিখতে না পারলেও গুরুগম্ভির এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে বেশী লিখলে কেউ বড়জোর হেডিংটা পড়ে,ভেতরেও ঢুকেনা। ফান পোস্ট দিলে কিছু লোকের দেখা পাওয়া যায়। অবশ্য পাঠকের সংখ্যা ভেবেই যে লিখি তাও নয়। তবে বেশী লোক লেখা পড়লে ভাল লাগে। সম্ভবত এর ভেতর একটা মোটামুটি প্রকাশ্য অহংকার রয়েছে। তবে কর্মব্যস্ততা বাড়ার কারনে এবং একইসাথে অলসতা বাড়ায় লেখায় গতি কমেছে।তাতে জাতির গুষ্টি উদ্ধার কিংবা রসাতলে গেছে বলেও মনে হয়না।

বেশ কিছু কঠিন,তরল বায়বীয় ঘটনা ঘটে চলেছে,লিখতে মন চায়,কিন্তু পারিনা। যেকোনো ঘটনার সারাংস লিখলেও মানুষের পড়তে সমস্যা হয়। মানুষ ব্যপক বিজি।

সামনে হ্যালোইন,এ লক্ষ্যে আমেরিকায় সাজ সাজ রব। বিভিন্ন শপিংমলে,স্টোরে হ্যালোইন পোষাক এবং মিস্টি কুমড়া,ক্যান্ডির সমারোহ চোখে পড়ার মত। হলফ করে বলতে পারি,এসব উৎসব ব্যবসায়ীরা ছাড়া আর কেউ প্রমোট করেনি। উৎসব উপলক্ষে ব্যবসাযীরা বিশাল ব্যবসা করে থাকে্ ।

হ্যালোইনের সাতে মিস্টি কুমড়ার কি সম্পর্ক তা জানা নেই। এক বড়ভাইকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম-পূর্বে কোনো এক বাটপার কিছু মানুষকে বান্দর বানানোর জন্যে হয়ত মিস্টি কুমড়ার খোল পরিয়ে দিযেছিল এবং বিসয়টি কৌতুককর হয়েছিল। এরপর থেকে ব্যবসায়ীরা দীবস বানিয়ে বান্দরের সাজে অন্যদেরকে মাঠে নামিয়েছে।....

আজ এক ফার্ম হাউস থেকে বিশাল সাইজের মিস্টিকুমড়া কিনলাম। না হ্যালোইনের ব্যাপারে আগ্রহ নেই। আমি মিস্টিকুমড়ার ফ্যান। এই জিনিস বাজারে ওঠা ধরে খেয়ে যাচ্ছি। ছোটবেলায় মিস্টি কুমড়া খেতাম,সেটার স্বাদ ছিল দারুন। ঢাকাতে পরে খেয়েছি কিন্তু হরমোনাল এবং বিষাক্ত হওয়ার কারনে স্বাদ তেমন ছিলনা। কিন্তু এখানে বড় সাইজের মিস্টিকুমড়ার স্বাদও দারুন। এরা বিষাক্ত কিছু মেশায় না। দেখলাম বিভিন্ন রকমের মিস্টি কুমড়ার স্তুপ। প্রতি পাউন্ড মাত্র ২০সেন্ট দরে কিনলাম্ । আজ হালাল স্টোর থেকে অনেক কিছু কিনলাম। রান্না চলছে। আজ প্রথমবারের মত চিড়া দৈ খেলাম,সাথে মধু। বাড়িতে এর সাথে রসগোল্লা যোগ হত।

গত পরশুদিন পাশের বাসার উপরের তলা আগুনে পুড়ে গেছে। রাতে বাসায় ফিরে শুনলাম আমপাশের লোকজন কিছু জড় হয়ে ছবি উঠিয়েছে,এরা রিস্ক নিয়ে পানি ছেটাতে যায় না,তার দরকারও তেমন পড়েনা। দমকল কর্মীরা আগুন যথা সময়েই নিভিয়েছে। এখানে প্রতিটি ব্লকের সাথে ডজন ডজন পানির সংযোগ থাকে,যেটাকে ফায়ার হাইড্রেন্ট বলে। এগুলি আবাসিক এলাকার রাস্তার পাশে কয়েক'শ ফুট পর পর থাকে। এখানে মোটা পাইপ সংযোগ দিয়ে দমকল কর্মীরা আগুন নেভায়। বাসার বাচ্চারা কোনোভাবে অাগুন লাগিয়েছিল শুনলাম।

মাননীয় এক মন্ত্রী সাহেব হঠাৎ করে তার থলের বিড়ালকে বাইরে বের করে দিয়েছেন। সকল মতের মিলনমেলা বানিয়ে সরকার পরিচালনা করলে এরকমই হয়। সকল মতের সরকার যেমন কোনো দিকে গতি নিয়ে চলতে পারেনা,তেমনই এরকম জনগনও কোনো দিকে গুরুত্ব দিয়ে চলতে পারেনা। ফলে সকল বিষয় হয় ভাসমান। এভাবেই সরকার-জনগণ মিলেমিশে ভেসে চলেছে। এতে অন্যরা লাভবান হয়,সেটাই হচ্ছে।

হঠাৎ কেন যে মন্ত্রী লতিফ সাহেব হজ্জ ও রসূল(সাঃ)কে নিয়ে কটাক্ষ করলেন বুঝা গেল না। এরা এতটা বুদ্দিমান হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে মুসলিমদের অনুভূতিতে কেন আঘাত করে,তা তাদের ঈশ্বর আমেরিকা-ভারতও বোধহয় জানেনা। প্রকাশ্য ইসলাম বিদ্বেষী এ কারনে ভাল যে,তার চরিত্রের ব্যাপারে সে সৎ্ কিন্তু এসব লোক কারো জন্যে ভাল নয়্ । এরা ভাল দালালও হতে পারেনি। হামিদ কারজাইএর মত দালালরা যেখানে গড়াগড়ি দিয়ে পগার পার হল,সেখানে এসব লোকেরা কিসের আশায় এসব করে বুঝলাম না।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270423
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৪
ওরিয়ন ১ লিখেছেন : মন্ত্রী লতিফ সাহেব হঠ্যাৎ করে কিছু বলেননি। উনি এই জাতেরি লোক। নাস্তিক টাইপ মানুষ। অবশ্য তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু সমস্যা হলো, কেউ যদি অন্য ধর্মকে মন্দ কথা বা গালাগাল করে, তবে সেটা যেকোন ধর্মেই দন্ডনীয় অপরাধ।
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪১
214408
দ্য স্লেভ লিখেছেন : ঠিক
270440
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৫
আহ জীবন লিখেছেন : বিচ্ছিন্ন অনুভুতির লিখা। মন্ত্রীর ব্যাপারে কেন যেন মনে হচ্ছে ওরা অন্য কিছু ঘটাবে, মনোযোগ এদিকে করে দিয়ে।
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪১
214409
দ্য স্লেভ লিখেছেন : হতে পারে
270449
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হ্যালোইন নাকি উদযাপন করা হয় ভুত-প্রেত ইত্যাদির হাত থেকে বাঁচতে!!! তা সেই দেশে হ্যালোইন এর নামে কত অপচয় হয় তা কি আমাদের মন্ত্রি মশাই জানেন???
এইমাত্র একটি নিউজে দেখলাম ভদ্রলোক নাকি তথন অস্বাভাবিক! ছিলেন। মনে হয় অতিরিক্ত পান করে বেসামাল ছিলেন।
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪২
214410
দ্য স্লেভ লিখেছেন : বুতের কথা জানিনা তবে এরা ফান পছন্দ করে,আর ব্যবসায়ীরা পন্য বেচতে Rolling on the Floor Rolling on the Floor মদ এদের কাছে স্বাভাবিক
270454
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৫
সুজা মানুস লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
214422
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
270462
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৭
আবু ফারিহা লিখেছেন : শুধু লতিফ সিদ্দিকীই নয় এমন ইসলাম বিদ্ধেষী মন্ত্রী-এমপিতে ভরপুর এ সরকার।
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
214423
দ্য স্লেভ লিখেছেন : সত্য
270470
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৯
রাইয়ান লিখেছেন : হ্যালোইন এর দিনে আশপাশের বাচ্চারা আপনার দরজা নক করবে চকলেট আর টফীর জন্য .... রেডী থাকবেন কিন্তু ! Tongue
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৪
214424
দ্য স্লেভ লিখেছেন : আমাকে চিনেনা, যেসব চকলেট নিয়ে আসবে,পাম পট্টি দিয়ে সেসব আগে খাব। যদি তারা আসে তাইলে ব্লগে চোখ রাখেন,,,দেখেন কেমনে চকলেট খাই...
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
214450
রাইয়ান লিখেছেন : হি হি হি ..... ওদের ব্যাগ ভরা চকলেট দেখলে আসলেই লোভ লাগে ..... দেখি ভাইয়া , কেমন করে ওদের চকলেট আপনার পেটে যায় ....... চোখ রাখলাম ব্লগের পর্দায়…..Big Grin
270486
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৬
ইমরান ভাই লিখেছেন : সাপ দিয়ে দুধ পুশলে যা হয় সরি দুধ দিয়ে সাপ পুশলে যা হয় সেটাই হচ্ছে এই আমার দেশে।
সাপ পালতে সমস্যা নাই তবে বিশদাত রাখলেইতো সমস্য। দেশে অরাজকার তো শেষ নাই। কোন দিকে যে যাই আল্লাহই জানে।

মন্ত্রি পাগলের মুখে...

এদেরকে পাবনা পাঠানো উচিত।
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪২
214585
দ্য স্লেভ লিখেছেন : কিসের পাবনা, মাইর ছাড়া কথা নাই
270492
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৭
সুন্দরের আহবান লিখেছেন : লেখার সমস্যায় নিয়মিত ভুগি। পত্রিকার জন্য যখন কোন লেখা লিখি সেই লেখা অনলাইনে কেউ পড়তে চায় না। অনলাইনের জন্য যখন ছোট লেখা লেখি তখন মনে হয় এটার কোন মানই নাই।
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪২
214586
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন। আপনি কোন পত্রিকা চালান ?
270502
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৭
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অনেক ভালো লাগলো।
এই সব লোকেরা আসলে দালাল হবারও যোগ্য নয়- আপনার সাথে সহমত।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৩
214588
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান মন্তব্যের জন্যে
১০
270520
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২২
আফরা লিখেছেন : সবার দিন সব সময় একরকম যায় না যাবে ও না । কেউ পড়ুন বা না পড়ুক আপনার লেখা আপনি লিখে যাবেন ।

তবে বিনা ফীতে একটু উপেদেশ দিয়ে যাই আপনি ও অন্যদের লেখা পড়িয়েন । সবাই বিনিময় চায় ।

০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৫
214589
দ্য স্লেভ লিখেছেন : ওহে উপদেশীনী...আমি লেখা পড়ি। পড়েই মন্তব্য করি। তবে সকলের লেখা পড়া হয়না।Happy আপনার লেখা পড়ি এটা বলে রাখলুম। আমার ক্ষুধা লেগেছে,গেলামSmug Smug
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫০
214592
আফরা লিখেছেন : আমার লেখা পড়েন সেটা আমি জানি ভাইয়া ।আমি আমার লেখার কথা বলি নাই অন্যদের কথা বলেছি ।আপনার ক্ষুধা লাগে তাতো জানতাম না ।আমি মনে করেছিলাম ভরা পেটেই আবার খান ।
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০২
214787
দ্য স্লেভ লিখেছেন : গত রাতে মিস্টি কুমড়া দিয়ে ভাত খেলাম। তারপর নামাজ পড়লাম। তারপর আবার কেন যে ক্ষুধা লাগল ! অথচ খেয়েছিলাম অনেক। পরে বড় এক প্যাকেট বাদাম খেলাম,সাথে ৫০০মিলি অরেঞ্জ জুস। ...আপনার কথা সবসময় সত্য নয়। মাঝে মাঝে আমি খাই ই না। অধিকাংশ সকালে খাওয়া হয়না। .....
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
215180
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওহে খাদক ভাইয়া..... এ কয়টা প্রতিমন্তব্য করতেও ক্ষুধা লেগে গেলো? Surprised Surprised Surprised
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
215181
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @দ্য স্লেভ ভাইয়া
১১
270569
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আপনার লিখাতে সবসময়ই হাস্যরস থাকে যা বরাবরই আকর্ষন করে পাঠক পাঠিকাদের, নির্মল আনন্দ বইয়ে দেয় সবার মনে!সুতরাং লিখতে থাকুন! ব্লগে সবাই কম বেশি ব্যস্ত থাকে ফলে মন্তবর‍্যের উঠা নামা হয়ে থাকে! এটা নিয়ে ভাববেন না ভাই!

হ্যালোউইন, ক্রিসমাস সকিছুই ব্যবসায়িক ফায়দার জন্য পালন হয় ভাই!এর সাথে জীবনানুভূতির কোন মিল নেই!

মন্ত্রী লতিফ সাহেব এর দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত!শুভকামনা রইলো ভাই! Good Luck
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৬
214591
দ্য স্লেভ লিখেছেন : এই যে,এই একমাত্র আপনিই সুপারভাবে বুঝলেন(অন্যরা মাইন্ড খাইয়েন না)। আপনার জন্যে ধন্যবাদ।

হ্যালোউইন, ক্রিসমাস সকিছুই ব্যবসায়িক ফায়দার জন্য পালন হয় ভাই!এর সাথে জীবনানুভূতির কোন মিল নেই!
সত্য কথা বলেছেন
১২
270726
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৯
শেখের পোলা লিখেছেন : বারান্দায় একখান কুমড়া রাইখেনন,হেসে বঝুম কেমনে অন্যের ক্যাণ্ডি খান৷
০২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
214786
দ্য স্লেভ লিখেছেন : আসতে দেন ওদের। দ্যাখেন ক্যামনে খাইRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩
270973
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার ব্লগে তো সবাই মন্তব্য করে। যদি লিখেন ‘আজ কিছু লিখতে মন চাইছেনা ডট ডট ডট...তাও সবাই জানতে চাইবে কেন ভাইয়া কিছু লিখতে ইচ্ছে করছেনা? আপনার কি পেট খারাপ? Rolling on the Floor রাতে কি খেয়েছিলেন? আবার অনেক পাঠক আছেন যারা লেখা না পড়ে শুধু মন্তব্য দেখে মন্তব্য করে। উপরে কেউ হয়তো পেট খারাপের কথা লিখেছে পরেরজন না পড়েই লিখবে ‘হে আল্লাহ্‌ আমার ভাইটিকে তাড়াতাড়ি ভাল করে দাও, সুস্থ করে দাও...ইত্যাদি ইত্যাদি। সেলিব্রেটিদের অনেক কদর Sadযা লিখে হিট হয় Happy মাইন্ড কইরেন না আবার! পাঠকের অভিজ্ঞতা থেকে যা এতদিন ব্লগে দেখেছি তাই বললাম Angel।তবে আপনার ভ্রমণ আর ইসলাম বিষয়ক লেখাগুলো সবসময় ভাল লাগে। ভাল লিখেন। Happy Good Luck Rose

ও,আপনি কি মিষ্টিকুমড়া কিনেছেন? বাজার থেকে সবচেয়ে বড় সাইজের টা কিনে আপনার ছবিসহ পোস্ট দিয়েন Good Luck
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১০
215168
দ্য স্লেভ লিখেছেন : সবথেকে বড় সাইজের কিনিনি। এটা মাঝারি সাইজ। মাত্র ২০ পাউন্ড ওজন। আর আমি সেলিব্রিটি ???Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor শুনে কিডনি মাথায় উঠে গেলRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor গত কয়েকদিন মিস্টি কুমড়া চালাচ্ছি বেশ
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৭
215179
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আচ্ছা এখন বলেন আপনি কি পড়ে কমেন্ট করেছেন নাকি আমার মতো ........... I Don't Want To See I Don't Want To See I Don't Want To See @বৃত্তাপু
০৪ অক্টোবর ২০১৪ রাত ০১:০৪
215406
বৃত্তের বাইরে লিখেছেন : মিষ্টিকুমড়ার সাথে এবার ঈদের খাবারও দিলাম। ঈদ মোবারাকGood Luck Good Luck


০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৪
215425
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এগুলো মনেহয় গত ঈদের মাংশ Frustrated Frustrated phbbbbt phbbbbt এবারের ঈদের মাংশতো এখনও রেড়ি হয়নি Rolling Eyes Rolling Eyes Crying Crying @বৃত্তপুনি
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪২
215462
দ্য স্লেভ লিখেছেন : এগুলো আপনার বাসার খাবার নাাকি গুগর থেকে ?/ দয়া করে জানান, আমি সহ্য করতে পারছি না...ওহ অসাধারণ...Tongue Tongue Tongue
১৪
271122
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মিস্টি কুমড়া আমার ভালো লাগে নাহ্ Sad Sad তাই আমি কিছু বলবো নাহ্ It Wasn't Me!
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৭
215351
দ্য স্লেভ লিখেছেন : তাইলে মিস্টি কুমড়ার খোসা দিয়ে মাা বানিয়ে কাকতাড়ুয়া হযে ব্লগে দাড়িয়ে থাকেনRolling on the Floor Rolling on the Floor
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৬
215426
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Chatterbox Chatterbox Day Dreaming Day Dreaming Big Grin
১৫
271316
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৫
বুড়া মিয়া লিখেছেন : বেশ কিছু মুলি-বাশ সংগ্রহ করুন এবং সেগুলো কেটে ৪ থেকে ৫ ফুট সাইজ করুন, প্রত্যেকটা খন্ড-বাশের আগায় ৪ থেকে ৫ কেজি আটা বা ময়দার ঢিবি ডিম্বাকৃতি করে লাগিয়ে কিছুটা শুকিয়ে নিন, তারপর সে ডিবির উপর চকলেট কালারের প্রলেপ দিয়ে রাখুন।

পোলাপান আসলেই প্রতি পাচ-জনের জন্য এরকম একটা ললিপপ ধরিয়ে দিন।
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪১
215461
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৬
271751
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৩১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার আগেই ৪০টা মন্তব্য, তারপর যদি বলেন মানুষ আপনার লেখা পড়েনা!
তবে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, ব্লগে একেকজন একেক ধরনের লেখা পড়ার উদ্দেশ্য নিয়ে আসে। আপনি কখনোই সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আপনার পাঠকরা আপনার লেখা পড়বেনই Happy
এসব মিষ্টিকুমড়া কেটে ভূত বানানোর চেয়ে খাওয়া ভালো। কি মিষ্টি, কি মজার মিষ্টিকুমড়া! এই জিনিসটা আমারও খেতে খুব ভাল লাগে Eat
অন্যের বিপদে এগিয়ে আসার ব্যাপারটা মানব জাতির রক্ত থেকেই মিসিং হয়ে যাচ্ছে। জিনিসটা আশঙ্কাজনক Nail Biting
অযোগ্য লোককে যোগ্যতার আসনে বসালে এর চেয়ে ভাল আর কি আশা করা যায়? At Wits' End
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File