গাম্ভীর্যতা মানে মানবতার হাহাকার (কবিতা)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৪৩:৫৫ সকাল
গাম্ভীর্যতা মানে মানবতার হাহাকার
আপনার মুখস্থ ভালবাসা চাইনা...
পীর পীর ভাব ..অমুক খুব ভালা ...
অমুকের বক্তব্য খুব ভালা...
অমুক এইটা করতেই পারেনা।
অমুকের অভিযোগ মিথ্যা হতেই পারেনা।
আপনি তা ভাবছেন...
দরবেশ আমিও ভাবতাম...আর এখন?
কাউকেই দরবেশ ভাবিনা...
হাজারো মুখ থেকে শুনা ...
অমুক ডাক্তার অমুক প্রফেসর অমুক অধ্যক্ষ অমুক এই সেই..
কাছে গিয়ে দেখলাম ঘোড়ার আন্ডা ভাজার মত স্বাধ...
তাই আমাকে মুখস্থ ভালবাসবেননা।
মুখস্থ ভালবাসা হৃদয়ে আঘাত আর স্বপ্ন ভাঙ্গচুরের বীজ বুনে।
ফিউচারে বিশ্বাস ধর্ষিত হওয়ার উপলক্ষ তৈরী হয়।
মুখস্থ ভালবাসা মানে কিছুদিন পরে ঘৃনাগ্নি..
আমি সাধারন খুব সাধারন মানুষ হতে চাই। কর্মী হতে চাই।
কৃত্রিম ভাবসাব আর আর্টফুল কথার মাঝে গবেট হতে চাইনা।
আমি মানুষ হতে চাই। পৃথিবীর মাঝে অভিনয় করতে চাইনা।
আমি গুনাহগার আমার স্বরুপেই পৃথিবী আমাকে জানুক।
আমি প্রান খুলে হাসি এ হাসি একান্তই আমার।
আমার হাসিই আমার তাকওয়া আমার সিম্পিলিসিটি।
তোমাদের গাম্ভীর্য ভাবের আড়ালে এক কৃত্রিমতা বাসা বেধেঁছে।
গাম্ভীর্যতার মধ্যেই দেখেছি হাজারো ইন্টারনাল টিকস।
এই টিকস অন্যকে বৃহত্তর উদ্দেশ্যে জুলুম করার জন্যে।
তোমার গাম্ভীর্যতার ভিতরে আছে ভুল আত্ববিশ্বাস।
তুমি অতিমানব হয়ে যাওয়ার অভিনয় কর। বাস্তবতা হচ্ছে তুমি অতি মানব নও।
তোমার গাম্ভীর্যতা মানেই তোমার মনে আছে বিশাল বিশাল প্যাঁচ।
তোমার গাম্ভীর্যতা মানে স্বৈরাচারীর প্রকোপ।
তোমার গাম্ভীর্যতা মানে অপরাধ করে লুকিয়ে ফেলা।
তোমার গাম্ভীর্যতা মানে নিজেকে অভিজাত প্রমান করে
এদেশের লক্ষ সাধারন বনীআদম থেকে নিজেকে আলাদা করার একটি ভয়ংকর প্রয়াস।
গাম্ভীর্যতা মানে মানবতার হাহাকার
গাম্ভীর্যতা মানে বিবাদীকে আত্বপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া
তোমার গাম্ভীর্যতা মানে মজলুমের মনের ভিতরের অজানা পরিমান আক্রোশ
তোমার গাম্ভীর্যতাকে ভ্রুকুটি করলাম অশ্রদ্ধা করলাম
তোমার গাম্ভীর্যতার উপর গ্রেনেডের বিষ্ফোরন হোক
ডিনামাইট রকেট লাঞ্চার তোমার গাম্ভীর্যতাকে উড়িয়ে
তোমাকে মানুষ বানাক সাধারন মানুষের মানুষ।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন