বাপ শ্রীকান্ত, তুই কি বেঁচে আছিস বাপ ? থাকলে আত্মহত্মা কর !

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৮:০৫ সকাল

ভারতের শ্রীকান্তের গান শুনে ভাল লাগেনি এমন লোক সম্ববত কম। ইদানিংকালের ডিজুস,ক্যারফা পুলাপাইনের কথা বাদ দিলে গান শোনা লোকেরা শ্রীকান্তের গান পছন্দ করবে। আমি গান শোনা ছেড়েছি অনেক দিন হল। এখন গান শোনার কথা মাথায় আসলে মনে হয় সময় অপচয়। মনের মধ্যেই ভাল লাগা আগের মত কাজ করেনা। তারপরও কখনও কখনও দূর পাল্লার বাসে চড়ার সময় কিছু গান শুনে ভাল লেগেছে ।

অনেক শিল্পীর গান শুনে বিরহ কাতর মানুষ কাদে। কিন্তু গান গাইতে গাইতে শিল্পী নিজে কেদে জনগনকে শোকের সাগরে ভাসিয়ে নৌকা ফুটো করে দেয় এমনটা এবারই দেখলাম। ওহ শ্রীকান্ত একবার দেখে যাও...তোমায় প্রশ্ন করে কালো আলকাতরা....আর কত কাল তুমি .......

বিষ খাওয়ার টাকা না থাকলে গলায় দড়ি দিয়ে মর রে শ্রীকান্ত.....

http://www.bdmonitor.net/newsdetail/detail/31/90723

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264836
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৭
কাহাফ লিখেছেন : আবেগময়ী ফাটা বাশের ঝাঝালো কন্ঠের অধিকারী মুহসিন আলী মিয়ার জন্মে অধন্য এই দেশ।
বলার কিছু নাই .............
264843
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
চক্রবাক লিখেছেন : কল্যাণ কর, বড়ই কল্যাণকর Surprised
264848
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১২
আবু আশফাক লিখেছেন : তিনি গানের সাথে কাদতেন না, যদি অন্যজন গানের সাথে না নাচতেন।
264853
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৪
বুড়া মিয়া লিখেছেন : একটা গান ছিলো না, সোলসের মনে হয় –

সুখ পাখি আইলো উড়িয়া ...
বহুকাল বহু দ্যাশ ঘুরিয়া ...
আমি বাইন্ধ্যা রাখমু তোরে এবার ..
মনের খাচায় করিয়া ..

যা আরম্ভ করছে ওরা অগো বাইন্ধ্যা রাখা উচিৎ এখন, মনে হয় সুখ বেশি লাগছে ওদের গায়ে ...
264854
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : শ্রীকান্তের ইজ্জত মাইরাইছে।
264861
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
আওণ রাহ'বার লিখেছেন : খাবো মিস্টি খাবো ওহে বড় ভাই।
264900
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
হতভাগা লিখেছেন : মহসিনকে নিয়ে সবাই এত ক্ষ্যাপা কেন বুঝে আসে না ? সে যে সাংবাদিকদের গালি গালাজ করছে সে জন্য ?

আমার তো মনে হয় সাংবাদিকেরা এই গালাগালেরও যোগ্য ছিল না ।

মহসিন ও শামীম এরা মানুষ হিসেবে খুব একটা সুবিধার না হলেও সাংবাদিকদের নিয়ে উনারা যেসব কথা বলেছেন সেটায় খুব মজা পাই ।

ওদের পজিশনে থাকলে আমিও সাংবাদিকদের এরকম দু চার ঘা দিয়ে দিতাম।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৪
208902
ইবনে হাসেম লিখেছেন : যা বলেছেন না!!!
264920
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
264998
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনি শ্রিকান্ত না!!

মনের দুঃখে কানত!!!
১০
265117
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : হঠাৎ ক্ষেপে উঠলেন ক্যান৷ শান্ত হোন৷
১১
265231
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গান গাই আমি গ্রামে সবাই দেয় হাসি!
কবে বলিব ভেবে সর্দিতে শুধু কাঁসি!!
হাসির আড়ালে ছিলো কিছু রং
ফিরে এসে বুঝতে পেরেছি ওসব ছিল ঢং।
১২
265249
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫১
ওরিয়ন ১ লিখেছেন :
১৩
265570
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৩
বৃত্তের বাইরে লিখেছেন : Not Listeningতার আগে বলেন শ্রীকান্তের হাতে মাইক দিয়েছে কে?! Frustrated Frustrated Frustrated
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
209482
দ্য স্লেভ লিখেছেন : দিয়েছে এই শিল্পী....নয়ত আপনি Smug Smug Smug
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৭
209929
বৃত্তের বাইরে লিখেছেন : কাজটা যে আপনার আগেই সন্দেহ করেছিলামSmug
১৪
266155
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : প্রকৃত পক্ষে গান্টি শ্রীকান্তের নয়, গানের শিল্পী হেমন্ত যিনি অনেক আগেই বিদায় নিয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
210816
দ্য স্লেভ লিখেছেন : Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File