ডুবন্ত মানব নওসের আলী

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ এপ্রিল, ২০১৪, ১০:১০:০৬ রাত

একবার ইয়াতিম খানায় নওশের আলী নামক এক লোকের অলৌকিক কসরস হল। সে পানির নীচে অক্সিজেন ছাড়াই দশ ঘন্টা থাকতে পারে। এলাকার লোক-জনে ইয়াতিম খানার মাঠ ভরে উঠল। আমরা গেলাম পুকুর পাড়ে। দেখলাম সে ডুবে আছে। কিছুক্ষণ পরপর সে হাত উপরে ওঠায়,কখনও পানির নীচে ফিডারে করে দুধ খায়। সে এক মজার দৃশ্য। সারাদিন ধরে এই দৃশ্য দেখলাম। এ সমস্ত অনুষ্ঠান তখন প্রচুর হত এবং মানুষের উপস্থিতি থাকত অনেক। একসাথে এক এলাকার অধিকাংশ লোককে দেখা একটা বিরাট আনন্দের বিষয়। প্রত্যেকে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়,গল্প গুজব করতে পারে। আমরা তা করছিলাম এবং এটা সেটা কিনে খাচ্ছিলাম বা ভাগ বসাচ্ছিলাম। তবে নওশের আলীর চেহারা দেখিনি। কারন, সন্ধ্যাা হয়ে গিয়েছিল এবং আমাকে আবার পড়াশুনা করতে হত।

কেউ কেউ তার ডুবে থাকার ব্যপারটিকে অলৌকিক ভাবত। কেউ বলত ভাওতাবাজি। কেউ বলছিল সে আসলে ওখানে নেই,কেটে পড়েছে গোপনে। এখানকার আয়োজকদের সাথে যোগসাজস আছে তার। পরে টিকেটের টাকা ভাগাভাগি করে নিবে(প্রবেশ টিকেটের দাম মনে নেই তবে আমরা টিকেটের লোক না)। কিন্তু যখন বহুক্ষণ পর তার হাত দেখা গেল তখন তাদেরকে আর কথা বলতে দেখা যায়নি। তবে খানিক্ষণ পর কেউ কেউ বলতে শুরু করল ,সে হাত দিয়ে পানিতে আঘাত করছে,এর অর্থ হল সে উপর থেকে অক্সিজেন নিচে নিয়ে যাচ্ছে। যাক তাও ভাল,আওয়ালের মত বলেনি যে, পানির নীচে দুহাত দিয়ে সজোরে পানি ঠেলে সেই শুণ্য স্থানে নাক ঢুকিয়ে নিশ্বাস নিচ্ছে। এমনকি মাঠের পুকুরের পানিতে সে দুহাত দিয়ে পানি কেটে দেখিয়েছিল কিভাবে পানি দুদিকে সরে একটি শুণ্যস্থান তৈরী করছে। কেউ কেউ বলল,পানির নীচে লুঙ্গি ফুলিয়ে সে নাকটি তার সাথে সেটে রেখেছে। এমনকি একজন বলল এটা আমিও করেছি অনেকবার এবং নদীতে এটা করে দেখাবেও বলল। আমরা অবশ্য তাকে আর পায়নি। পরে যতবার ডেকেছি ততবারই কোনো না কোনো অজুহাতে কেটে পড়েছে।

যখন তরিকুলের দোকানে বসে সিদ্ধান্ত নিলাম সে একটা ভূয়া ,ঠিক তখনই তার এক সাথী বলল-সে ভূয়া না,আমি নিজেই তাকে এটা করতে দেখেছি। বললাম তুই তাহলে ওরকম করে দেখা ? সে দেখাবে বলল কিন্তু তাকে আর পাওয়া গেলনা। বুঝে নিলাম দুটোই ভূয়া। অনেক পরে টেলিভিশনে নওসের আলীকে দেখলাম। সে সময় পানির নীচে ভিডিও ক্যামেরা রাখা ছিল এবং স্পষ্ট দেখলাম সে মুখ বন্ধ করে রেখেছে এবং ফিডারে দুধ খেতেও দেখলাম। বুঝলাম পূর্বের সকল বিশেষজ্ঞরা বিশেষভাবে অজ্ঞ ছিল। নওসের আলী সাক্ষাৎকারে বলেছিল,ছোটবেলা থেকে সে অনুশীলন করেছে দীর্ঘক্ষণ পানির নীচে থাকার ব্যাপারে এবং ধীরে ধীরে সময় বেড়ে এখন তা দাড়িয়েছে প্রায় ১২ ঘন্টার মত। তবে এর থেকেও বেশী সময় সে থাকতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পানির নীচে থাকলে শরীরের ত্বকে সমস্যা হয়। ত্বক অতিরিক্ত নরম হয়ে যায় এবং সে সময় কোনো ছোট মাছের সাথে আঘাত লাগলেও ওই অংশের চামড়া উঠে যেতে পারে বা ক্ষতি হতে পারে। এত দীর্ঘ সময় পানির নীচে থাকলে গিনেজ বুকে তার ওঠার কথা। কিছু বুঝলাম না।

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214092
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৪২
আওণ রাহ'বার লিখেছেন : সবকিছু বুঝতে হয়না।
ধন্যবাদ পিলাচ মাছের কামর খাইনাই তবে কাটা খাইছি ১২ ঘন্টা Surprised Surprised
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৬
162449
দ্য স্লেভ লিখেছেন : মানে কি ?? Happy
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
162511
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out
214098
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৮
টোকাই বাবু লিখেছেন : কুইক কমেন্ট তৈরি করুন কুইক কমেন্ট তৈরি করুন কুইক কমেন্ট তৈরি করুন কুইক কমেন্ট তৈরি করুন কুইক কমেন্ট তৈরি করুন
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৬
162450
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy
214104
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বলেন কি তাহলে এই চলছে?
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৬
162451
দ্য স্লেভ লিখেছেন : জি
214106
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের দেশের টেলিভিশনে অনেক কিছুই দেখি যা বিশ্ব রেকর্ড হওয়ার কথা কিন্তু কই কিছু হচ্ছে না
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৭
162452
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
214128
২৮ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৭
162453
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
214137
২৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
আবু জারীর লিখেছেন : কিছু বুঝুন আর না বুঝুন এমন ঘটনা দেখে আমি নিজেই প্রাক্টিস করে দেখেছি। লুঙি ফুলিয়ে উপর থেকে হাত দিয়ে লুঙির ভিতরে হাওয়া ফিডিং করে সেখান থেকে অক্সিজেন নিয়ে ৫/৭ মিনিট একটানা পানির নিচে থেকেছি। সাধারণ ভাবে স্কুল জীবনে ২ মিনিট নাক ডুবিয়ে রাখতে পারতাম। আপনি চেষ্টা করলে নওশের আলীকে হারিয়ে দেতে পারবেন বলে আমার বিশ্বাস।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৮
162454
দ্য স্লেভ লিখেছেন : এক টিভি চ্যানেলে এটা লাইভ দেখেছিলাম। সে মুখ ফুলিয়ে পানির নীচে ছিল। বুঝলাম না...আবার পানির নীচে থেকে দুধ খাচ্ছিল
214252
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমিও বুঝলুম না। Thinking Thinking Worried Worried বড়ই আচানক ঘটনা! Chatterbox Chatterbox Nail Biting Nail Biting
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
162852
দ্য স্লেভ লিখেছেন : বড়ই আচানক Surprised Surprised
214387
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই বেটা ওশের আলী কে একবার কক্সবাজার দেখেছিলাম
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
162853
দ্য স্লেভ লিখেছেন : সে সবখানে প্রদর্শনী করে
214529
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
আহমদ মুসা লিখেছেন : নব্বই দশকের শুরুর দিকে নওশের আলী সাহেব চট্টগ্রামের লালদিঘিতে লাগাতার তিন দিন পানির ভিতর ডুবে থাকার বিষয়টি জাতীয় এবং আন্তজার্তিক মিডিয়াতে পর্যন্ত প্রচারিত হয়েছিল।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:১১
162854
দ্য স্লেভ লিখেছেন : তখন এই ব্যাপারটা বোঝার মত বয়স হয়নি,তবে পরে জেনেছি
১০
215049
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৫
আফরা লিখেছেন : আমিও বুঝলুম না বড়ই অবাক ঘটনা!
০১ মে ২০১৪ সকাল ০৯:৩৮
164047
দ্য স্লেভ লিখেছেন : কথা সত্য
১১
215188
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৫
শেখের পোলা লিখেছেন : নওশের আলী জিন্দাবাদ৷ গিনেস বুকে আপনি পাঠিয়ে দিন তাকে৷
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২২
163441
দ্য স্লেভ লিখেছেন : দূর কি যা তা বলছেন...ওই বই এখন সরকারের কব্জায়....নওসেরের বেইল আছে...সে কি চেতনার লোক ??
১২
215409
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
উদাস পথিক লিখেছেন : কি বলেন! নওশের মিয়া এখনো গিনেস নাম ওঠায় নাই! ওকে নুর সাহেবের সাথে আলাপ করতে বলেন।
০১ মে ২০১৪ সকাল ০৯:৩৮
164048
দ্য স্লেভ লিখেছেন : আপনি বলেন Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File