ঢাকার রাস্তায় রিক্সা চালায় সাতক্ষীরার এক ছেলে
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:১৪ রাত
ঢাকার রাস্তায় রিক্সা চালায়
সাতক্ষীরার এক ছেলে
যৌথ বাহিনীর অত্যাচারে
স্বজন এসেছে ফেলে।
মা-বোনের আদর যত্নে
কাটত সুখে দিন
যৌথ বাহিনীর গজবে পরে
সব কিছু বিলিন।
ঘর পুড়েছে বাড়ি হারিয়েছে
ইজ্জত গেছে খোয়া
সেই কথা পরলে মনে
চোখে দেখে ধোঁয়া।
কামেলের ছাত্র ছেলেটির মুখে
বিসাদের এক ছায়া
সেই ছায়ায় লুকিয়ে আছে
বোনের অকৃত্রীম মায়া।
৫০ টাকার পথ ৩০ টাকায় যায়
ভাড়া জানা নাই
আলাপ করে জানতে পারলাম
তিনি আমার ভাই।
১০০ টাকার নোট একটা
দিয়ে হাতে চেপে
চোখ মুছে নেমে গেলাম
আপন ঠিকানাতে।
ভাগ্য ভালো রাত্রী ছিল
চিনতে পারেনি
মনের দুঃখ খুলে বললাম
এক সত্য কাহিনী।
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
রিপোর্ট করুন
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন