কলা পড়া খাবেন ?
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ জানুয়ারি, ২০১৪, ১১:৫২:০৪ রাত
কলা খুব একটা ভাল লাগেনা কিন্তু অনেক উপাদানে ভরপুর থাকার কারনে খাই। আর কাচা কলা আমার প্রিয় তরকারী। ফলে কলার প্রতি নেক নজর রয়েছে। কলার প্রতি শুধু আমার নেক নজর রয়েছে তা নয়,বরং বাংলা সাহিত্যে এর একটি অবস্থান আছে। এমনকি আমাদের মূল্যবান শরীরের মাঝেও এর অবস্থান বেশ পাকা। একটি বিশেষ আঙ্গুলী প্রদর্শন করলে বিষয়টি স্পষ্ট হয়। কলা শারিরীক মানুষিক বন্ধুত্বের প্রতিকই শুধু নয়,বরং শত্রুতা বোঝাতেও এটি ব্যবহৃত হয়। যেমন আদায় কাচ-কলায়। কলা একটি ধরনের শিক্ষার নামও,আবারও এটি বিশেষ টেকনিক অর্থেও ব্যবহৃত হয়,যেমন ছলা-কলা,কলা-কৌশল। কলার আকার বাদ দিলে হয় কল, যার পরিধী ব্যাখ্যা করার কিছু নেই। শুধু কলা নিয়েই আক্কেল গুড়ুম অবস্থা আর এর আকার ওকার বা আকৃতি পরিবর্তন করলে ব্যবহারের পরিধি কোথায় গিয়ে দাড়াবে হিসেব আছে ?
আসুন কলার আরও একটি ব্যবহার জেনে নেই। আপনাদের কার কি সমস্যা আছে ঝেড়ে কাসুন,,,ফলাফল কলার মধ্যে পেয়ে যাবেন। আসলে প্রশ্নটা করাই ভুল হয়েছে। বাংলাদেশে থাকে আবার সমস্যায় নেই এটা হতে পারেনা। যাই হোক আসার সময় ডজন খানেক পাকা কলা নিয়ে আসবেন। পড়ে দেওয়ার দায়িত্ব আমার। একটা আপনার ,বাকিটা বাজারে বেচে দেব,কলার যে দাম !!!
আসছেন তো ? সকল সমস্যা সমাধানে এক ডজন কলা খরচ করতে না পারলে আপনার সমস্যা সমাধান হবে কিভাবে ?? এত কিপটে হলে চিকিৎসা করা যাবে না। কলা আনেন,কথা বাদ। আজ সব কলা পড়ে দেব.....ব্যবসা... সরি ধান্দা....সরি চিকিৎস্যা জিন্দাবাদ
"দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও...পরের গাছের দিকে কেন ইটিশ পিটিশ চাও,,,বাবারে... "
বিষয়: বিবিধ
৩২৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার হিউমার এর সাথে পরিচয় করাবার জন্য।
ধন্যবাদ আপনার হিউমার এর সাথে পরিচয় করাবার জন্য।
ধন্যবাদ আপনার হিউমার এর সাথে পরিচয় করাবার জন্য।
মন্তব্য করতে লগইন করুন