ইহা আমি কি শুনিলাম !

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ নভেম্বর, ২০১৩, ১০:০১:৪২ রাত

একবার এক লোক গোপাল ভাড়কে বলল-দাদা আপনার টর্চ লাইটটা একটু দরকার। গোপাল ভাড় বলল-ওটা তো দেওয়া যাবেনা,ওটা দিয়ে আমি মাটি খুড়ব। লোকটা বলল-টর্চ লাইট দিয়ে মাটি খোড়া যায় ? গোপাল বলল-দেওয়ার ইচ্ছা না থাকলে ওটা দিয়ে আরও অনেক কিছুই করা যায়।

আমার বোনের বেশ কয়েকটা আইফোন আছে। বললাম একটা দিতে কিন্তু বলল-ওইটা স্লো। বললাম তাহলে,ওইটা দে ? সে বলল-ওটা দিয়ে আমি গান শুনি। কিছুদিন আগে একজন একটা দামী এইচটিসি ফোন উপহার দিয়েছিল কিন্তু থান ইট সাইজের জিনিসটা ব্যবহার না করাতে কেন জানি চলছে না। বোন বলল-আমাকে ভাল মোবাইল সেট উপহার দিবে। হায় আল্লাহ আজ সে বলল-বাজারের সবথেকে ভাল মোবাইল সেট নাকি সিম্ফনী। আমি গাছ থেকে পড়লাম। তারপর বলল আজকাল নাকি লোকজন নোকিয়া ফোনসেট ব্যবহার করেনা। আমি বললাম সিমফনি বাজারের সেরা সেট ?? তাইলে সিমফনির সাথে আইফোন বদল কর ! তা সে করবে না। তবে বেশ কিছু টাকা এই বাবদ উপহার দিয়েছে। আমি নোকিয়ার ফোনই সারাজীবন স্বাচ্ছন্দে ব্যবহার করি কিন্তু টাচ স্ক্রিন আমার পছন্দ না। বাটন চাপা মোবাইলের মধ্যে সবথেকে ভাল কোন সেটটি বলতে পারেন কেউ ? উপকৃত হতাম।ব্রান্ড হতে হবে নোকিয়া। সেইসাথে সকলের জন্যে দোয়া করি আপনাদের মোইলে যেন নেটওয়ার্ক থাকে। ফোনে যেন ফাও পেচাল না হয়।

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File