জানতে চাই
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ এপ্রিল, ২০১৩, ১১:৫৪:০০ রাত
আমি অলেমদের কাছে শুনেছি মৃত্যুর পর আত্মা চলে যায় আলমে বারযাখ নামক স্থানে। বারযাখ মানে পর্দা। অর্থাৎ সেটি এমন একটি স্থান যেখানে হাশরের পূর্ব পর্যন্ত থাকতে হবে। দুনিয়া এবং হাশরের মাঝের স্থান বা পর্দা হল সেটি। এর দুটি অংশ ইল্লিয়িন(ঈমানদারদে জন্যে) এবং সিজ্জিন(পাপীদের জন্যে শাস্তির স্থান)।
আমি এ ব্যাপারে রেফারেন্স খোজার চেষ্টা করেছি কিন্তু পাচ্ছিনা। কেউ সহি হাদীসের রেফারেন্স দিলে উপকৃত হব।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন