খালেদা হাছিনা এরশাদের স্থানে আমি হলে যা করতাম

লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০১ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৬:৩০ সন্ধ্যা

মনোনয়ন নিয়ে সবসময় বড় দলের বড় নেতানেত্রীগণ বড্ডবেশি টেনশনে থাকেন। তাদের স্থলে আমি হলে সব আগ্রহীকে নিয়ে একত্রে পরামর্শে বসতাম। সর্বপ্রথম বলতাম, 'আপনার এলাকায় আপনি নিজে ছাড়া অন্যকাকে সমর্থন করেন তার নামটি চুপিসারে লিখে জমা দিন। কেউ নিজের নাম নিজে লিখলে তিনি লোভী ও অযোগ্য হিসেবে বাতিল হবেন। তবে আপনি নিজেকে কেন উপযুক্ত এবং কতটুকু সম্ভাবনাময় মনে করেন তা উল্লেখ করতে পারেন।' এ ভাবে যে এলাকায় যার সমর্থন যত বেশি তার নাম তত অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতাম। অতপর প্রথমজন কেন নয় তার উপযুক্ত কারন দর্শাতে না পারলে তাকেই মনোনয়ন দিয়ে দিতাম। উপযুক্ত কারন থাকলে পর্যায়ক্রমে নিচের দিকে দেখতাম। অতপর চুড়ান্ত বাছাইকৃত প্রার্থীদের পক্ষে আন্তরিক ভাবে কাজ করবে মর্মে অন্যসবার কাছ থেকে ওয়াদা নিতাম। দলের মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর জোটের মনোনয়নও উক্ত একই পদ্ধতিতে চুড়ান্ত করতাম। এভাবে করা হলে কেমন হয়? আপনি হলে কী করতেন ?

বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352298
০১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : আপনিতো সেই এনালগ আমলেই রয়ে গেলেন৷ ডিজিটাল নিয়ম হল এলাকায় যার যত গুণ্ডামী মস্তানীর রেকর্ড বেশী আর বেশী টাকা দিয়ে টিকিট কাটতে তা কেই মনোনয়ন দিতে হবে৷ তবেই না ভোট বানিজ্য টিকে থাকবে৷৷
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:৪৭
292549
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : স্বাগতম
352325
০১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নিয়মে করলে তো নেতৃত্বই চলে যাবে!!
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:৪৮
292550
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File