উন্নয়ন

লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ২৩ নভেম্বর, ২০১৫, ০৮:২৬:৩৫ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সূচনা ঃ

সবাই উন্নয়নকামী। কিন্তু কিভাবে আরো সহজে, আরো দ্রুত, আরো স্থায়ী, আরো সাশ্রয়ীভাবে উন্নয়ন করা যায় তা আলোচনা ও পরামর্শ করতে কোন দোষ নেই। সে জন্যেই এ লেখা। যদিও প্রকৃত উন্নয়ন হচ্ছে মানুষের মন-মানসিকতা, বিশ্বাস ও চরিত্রের উন্নয়ন। যে কোন ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ, লালনপালন ও সংস্কারপূর্বক আরো সামনে এগিয়ে যাওয়াই হল উন্নয়ন। প্রথমে উন্নয়নের মৌলিক বিষয়গুলি চিহ্নিত করি। মৌলিক মানবিক চাহিদাগুলোই সর্বপ্রথম উন্নয়ণযোগ্য। যথা ঃ

১. খাদ্য ও কৃষি।

২. বস্ত্র ও শিল্প।

৩. বাসস্থান ও জমি।

৪. চিকিৎসা ও ব্যায়াম।

৫. শিক্ষা ও দীক্ষা।

৬. কর্মসংস্থান ও বিশ্বায়ন।

৭. পরিবার ও পর্যটন।

৮. নিরাপত্তা ও আত্মরক্ষা।

৯. ন্যায়বিচার ও বন্দীমুক্তি।

১০. ধর্ম ও সংখ্যালঘু।

১১. প্রযুক্তি ও প্রতিভা।

১২. অর্থ ও বাণিজ্য।

১৩. যোগাযোগ ও পরিবহন।

১৪. কেন্দ্র ও পাঠাগার।

১৫. সমন্বয় ও নেতৃত্ব।

জন্মের পর যে কোন শিশুর জন্য প্রয়োজন হয় যথাক্রমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। আরেকটু বড় হলে প্রয়োজন হয় শিক্ষা, কর্মসংস্থান, বিবাহ, নিরাপত্তা, ন্যায়বিচার। শান্তিময় পরিপূর্ণ জীবনের জন্য প্রয়োজন হয় ধর্ম, প্রযুক্তি, অর্থ, পরিবহন, জ্ঞান ও নেতৃত্ব। প্রত্যেক ক্ষেত্রেই উন্নয়ন হতে পারে এবং হওয়া জরুরী। ------- চলবে

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351085
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
গুরুত্বপূর্ণ বিষয়! জাযাকাল্লাহ

শুরু করতেই হোঁচট খেলাম!

কারণ উন্নয়নের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার তালিকায় যথাস্থানে ও সম্পূর্ণভাবে আসেনি!
[বস্তুবাদিতা আগে এসে গেছে!!]

হয়তো ব্যাখ্যায় গিয়ে আপনি সেগুলো কভার করবেন- অপেক্ষায় থাকলাম

Praying Praying
২৩ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৪
291433
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : বালেগ হওয়ার পূর্বে যা অত্যাবশ্যক তাকে আগে রাখা হবে।
২৩ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৭
291434
আবু সাইফ লিখেছেন : আকিদার বিষয়টিও বালেগ হবার আগেই প্রয়োজন হয়!
২৩ নভেম্বর ২০১৫ রাত ১১:০৪
291435
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : বুদ্ধি হওয়ার পর বা দুধ ছাড়ার পর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File