দারস ও আলোচনা প্রস্তুত
লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ১২ জুলাই, ২০১৪, ১০:৩২:৪৬ সকাল
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের প্রতি রামাদান কারীম।
যারা নিয়মিত কুরআন হাদীস অধ্যয়ন করেন এবং মাঝে মাঝে বক্তৃতা-আলোচনা করে থাকেন তাদের কিছু টেকনিক অবলম্বন না করার কারণে আলোচনা সুন্দর ও আকষর্নীয় হয়না। এই প্রেজেন্টেশনটি ফলো করলে আপনার আলোচনা ও বক্তৃতাকে সুন্দর ও আকষর্ণীয় করে সাজাতে পারবেন। এখানে রেফারেন্সগুলো যারা আরবী জানেননা তাদের জন্য দেয়া হয়েছে। আর যারা আরবী জানেন তারা এখান থেকে শুধু ফরমেটটা ফলো করবেন। আর কন্টেন্টের জন্য আরবী বই থেকে সাহায্য নিলে বেশী ভাল হবে। প্লিজ নিজের লিংকে ক্লিক করুন।
প্রেজেন্টেশনটি পেতে এই লিংকে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন