মুহাসাবাতুননা্ফস/ Self-Accountability/ আত্নজবাবদিহিতা
লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ২২ জুলাই, ২০১৩, ০১:৫৪:১২ দুপুর
“নিজের হিসাব নিজেই করি: প্রতিদান দিবসের হিসাবকে সহজ করি”
প্রত্যকেই (খতিয়ে) দেখা উচিৎ যে আগামী কালের (প্রতিদান দিবসের) জন্য সে কি প্রেরণ করেছে। (আল-কুরআন ৫৯:১৮)
তোমার আমলনামা তুমি পড়। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। (আল-কুরআন ১৭:১৪)
তোমাদের হিসাব নেয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। তোমাদেরকে পরিমাপ করার আগেই তোমারাই নিজেদেরকে পরিমাপ করে নাও। আজ তোমরা নিজের হিসাব নিজে করে নিলে এর মাধ্যমে কাল (হিসাবের দিবসে) তোমাদের হিসাব সহজ হয়ে যাবে। তাঁর সম্মুখে সর্ববৃহৎ প্রদর্শনীর (সকল গোপনীয়তার ফাঁস) জন্য প্রস্তুতি নাও যার নিকট তোমাদের যাবতীয় কার্যক্রম গোপন নয়। সে তোমাদের (আমলনামা) পেশ করা হবে। তোমাদের একটি বিষয়ও গোপন থাকবেনা। (উমর রাঃ – ইবনু আবিদ দুনিয়া)
For Details Click this link
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন