চলে এলাম আপন ঠিকানায়।

লিখেছেন লিখেছেন প্রেমিক পোলা ২৫ মার্চ, ২০১৩, ১২:০৮:২৭ রাত



একদা সোনার বাংলাদেশ ব্লগে লিখতাম। ভালোবাসি হাসতে এবং হাসাতে সেই বোধ থেকেই লিখতাম।

আজ সবই অতীত!!

সেই সোনার বাংলাদেশ ব্লগ নাই, আমি প্রেমিক পোলাও আর নাই।

তাই আবার স্বরুপে ফিরে এলাম এই ব্লগে।

প্রথম পোষ্টের সৌজন্যে একখান কৌতুক দিলাম।

রোগী: ডাক্তার সাহেব, দীর্ঘ জীবন পাওয়া যাবে—এমন কোনো ওষুধ আছে?

ডাক্তার: আছে, বিয়ে করে ফেলুন।

রোগী: বিয়ে করলে দীর্ঘজীবী হব?

ডাক্তার: না, তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা মরে যাবে!

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File