যে ব্যাঙ্কে একাউন্ট থাকলে জাহান্নামে যেতে হয় (ছবি)

লিখেছেন লিখেছেন এলিট ২৫ মার্চ, ২০১৩, ১২:০৯:০০ রাত

গত ২৩ এ মার্চ এর মতিঝিলের জামাত শিবির নিষিদ্ধ করার সমাবেশের ব্যর্থতার কথা অনেক বার আলোচনা করা হয়েছে। এবার তাই ব্যার্থতার কথা না বলে প্রাপ্তির কথা বলি। প্রাপ্তি হল একটি ফতোয়া ও একটি ছবি।

ওই আন্দোলনের প্রধান ছিলেন জনাব ফরিদ উদ্দিন মাসউদ। তিনি আবার দেশের সবচেয়ে বড় ঈদ্গাহের ইমাম। লাখো জনতার সমাবেশ মাত্র কয়েকশতে গিয়ে দাঁড়ায়। এই সমাবেশে তার বক্তব্যে তিনি বলেছিলেন "

যারা ইসলামী ব্যাঙ্কে একাউন্ট করবে তারা জাহান্নামে যাবে



উনাকে ধন্যবাদ। নিজের ফতোয়া নিজেই দিয়ে দিলেন।

এই যদি হয় ইমামের অবস্থা তবে আমরা সত্যিই বড় বিপদে আছি।

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File