শাকিল ভাই তুমি ব্যার্থ... তোমরা সব সময়ই ব্যার্থ ......

লিখেছেন লিখেছেন আস্তিক ব্লগার ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৮:১২:২৮ রাত

শাকিলময় ফেবু চলছে কয়েকদিন। শাকিল এমন এক জগতে চলে গেছেন যাকে নিয়ে কিছু বলা আর না বলা একই কথা। তিনি এখন সকল আলোচনা ও সমালোচনার উর্ধ্বে। কিন্তু শাকিল ভাই এমন একজন যিনি মৃত্যুর পরেই যেন বেশী আলোচনায় এসেছেন। বাঙ্গালী হিসাবে আমরা নিজেকে জাহির করতে এবং কথা বলতে অত্যন্ত সিদ্ধহস্ত। এদিক থেকে শাকিল ভাই ব্যাতিক্রম কোন সন্দেহ নেই।

বাংলাদেশে শাহবাগীদের উত্থান, নাস্তিকদের উন্মাদনা, ধর্মের বিরুদ্ধে, রাসূল (সাঃ) এর বিরুদ্ধে বাজে ভাষায় লেখার দুঃসাহস, চটি পিয়ালদের জাতিয় চেতনার গুরু বানানো, আনিসুল হক, মুন্নি সাহাদের পা চাটা কুত্তা বানানোর সফল কারিগর অথবা গড ফাদার এই শাকিল ভাই। যিনি কাজ করে গেছেন পিছন থেকে।

বাংলাদেশের বাঘের ন্যায় স্বাধীনচেতা সাংবাদিকদের মুরগী বানিয়ে রাখা, জনপ্রিয়তার তুঙ্গে থাকা টকশো পরিচালক, সঞ্চালক ও আলোচকদের কন্ঠ রোধ করে সরকারের প্রশংসা বাণীতে আজ যে মিডিয়া ভাসিয়ে দিচ্ছে তার পিছনের কারিগর এই শাকিল ভাই। এক কথায় শেখ হাসিনাকে দাজ্জাল হিসাবে ফুটিয়ে তুলতে শাকিল ভাইয়ের ভূমিকা ঠিক তেমন যেমন ফেরাউনের জন্য ছিল হামান।

হাসিনার প্রশংসাকারী জাফর ষাড়, আনিসুল হকেরা যেমন দুনিয়ার স্বর্গে বাস করছে ঠিক তেমনিভাবে তার সমালোচনাকারী মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্নারা রয়েছে দুনিয়ার নরকে। রাসূল (সাঃ) এর ভবিষ্যত বাণীতো এমনই। যারাই দাজ্জালের পক্ষে থাকবে তারা যেন থাকবে স্বর্গে আর যারা থাকবে বিপরীতে তারা যেন দুনিয়ার নরকে বসবাস করবে। হাসিনার আমলটিও যেন তেমনি। শেখ হাসিনাকে ফেরাউন বা দাজ্জালের ন্যায় এমন শক্তিধর করে তোলার পিছনের কারিগরদেরও একজন এই শাকিল ভাই।

এমন সফল একজন ব্যাক্তিকে আমি কিভাবে বলছি ব্যর্থ সেটাই এখন একটি প্রশ্ন? আমি আগেই বলেছি ধর্মপ্রাণ মানুষ হিসাবে পরিচিত বাংলাদেশীদের উপরে নাস্তিকতবাদী শাহবাগীদের যে নগ্ন থাবা পড়ে চলেছে একের পর এক, যেখানে ধর্মপ্রাণ মানুষ হয়ে উঠেছে জঙ্গি আর নাস্তিকরা হয়ে উঠেছে সাদা মনের মানুষ। এই পরিবেশটা তৈরীর অন্যতম কারিগর শাকিল ভাই। সেই শাকিল ভাইয়ের মৃত্যুতে তার সকল শুভানুধ্যায়ীরা তার ওপারের সুন্দর জীবন কামনা করেছেন। কেউ কেউ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কেউ কেউ আবার বড় কোন জানাযার ছবি দিয়ে বলছেন এটা শাকিল ভাইয়ের জানাজার ছবি। আমি মনে করি এটাই শাকিলদের ব্যার্থতা।

যারা ধর্মকে ফু দিয়ে উড়িয়ে দিতে চেয়েছেন, যাদের নেত্রী বৃত্তবান পরিবারের ছেলেদের ইসলাম চর্চা করা দেখে মন্তব্য করেন বেহেস্তের হুর পরী পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যারা জান্নাতকে বিশ্বাস করেনা বলেই হত্যা করে চলেছে একের পর এক জান্নাত প্রত্যাশী, আল্লাহ ভয়ে ভীত সুন্দর আত্নাদেরকে। তাদের মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে দেখার জন্য তাদের সাথীদেরকে যখন শুভকামনা করতে দেখা যায়, তখন তাদের চেয়ে ব্যার্থ আদর্শবাদী আর কারা হতে পারে তা আমার বোধগম্য নয়।

আরও এক দিক থেকে আমি তাকে ব্যার্থ হতে দেখেছি। অমি পিয়ালের ভাষায় তার কাছে যারা যেত সকলেই স্বার্থের জন্য। সেই স্বার্থবাজ মানুষগুলো সকলেই তার ঘনিষ্টজন বলে নিজেদের পোষ্ট দিয়েছে কিন্তু কেউ ভুলেও জানতে চায়নি শাকিল ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছে। তার মৃত্যুর সুষ্ঠ তদন্ত চাইতেও কাউকে দেখেনি। যে মনিরুল চোস্ত গোয়েন্দাগিরী দেখিয়ে বলে দেয় সকল অপকর্ম জামায়াত শিবিরের। সেই মনিরুলও বলেনি, কিভাবে মারা গেছে তার প্রিয় শাকিল ভাই। তবে ফাঁকা আবেগ কারও কমতি ছিলনা। এটাই শাকিলদের ব্যার্থতা। তারা তাদের চারপাশে কিছু শকুন পায়। সত্যিকার বন্ধু তারা পায়না। শেখ মুজিব মারা গেলেও এই শকুনরা কেউ রাস্তায় নামেনি। পক্ষান্তরে দেলোয়ার হুসাইন সাঈদীর ফাসীর রায় শুনেই তার শত শত ভক্তরা জীবন কুরবানী করেছে। গোলাম আযমের আদর্শের লোকেরা জীবন বাজী রেখেই লাখে লাখে এসে তার জানাযায় অংশ নিয়েছে। এই চিত্র গুলোই আমাদের বলে দেয় শাকিলরা ব্যার্থ আর ধর্মের উপরে চলা মানুষেরাই স্বার্থক।

মনিরুল বলেছে সে অসংখ্য লাশ দেখেছে কিন্তু এভাবে শাকিলের লাশ দেখতে চাইনি। তারা না চাইলেও তাদের আরও অনেক কিছু দেখতে হবে। ক্ষমতার গর্বে গর্বিত এই লোকগুলো একে একে নিজেদের কাছের মানুষ গুলোর লাশ দেখতে থাকবে কিন্তু কিছুই বলতে পারবেনা। এটাই স্বাভাবিক। যত মানুষের আহাজারি আজ আকাশে বাতাসে তার কিছু স্বাদ তাদের কাছে ফিরে না আসলে বিধাতার থাকাটাইতো ব্যার্থ হয়ে যায়। তাইতো বিধাতা মাঝে মাঝেই এমন কিছু ঘটনা আমাদের সামনে এনে দেন যা থেকে আমরা যেন বুঝতে পারি বিধাতা নেই এই আদর্শে যারা বিশ্বাসী তারা ব্যার্থ, তারা সকল সময়েই ব্যার্থ হতে বাধ্য। এটাই বিধাতার লীলা খেলা।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380556
০৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:০১
হতভাগা লিখেছেন : কোন মুসলমান নামধারী ইসলামবিদ্বেষী মারা গেলে তার সমমনা যারা তাকে গুরু মেনে চলতো তাদের কি উচিত নয় ইসলামী রীতিতে তাকে দাফন যাতে না করা হয় সে চেষ্টা করা !

এরকম হলে এতদিন ধরে তাদের গুরু যেই আদর্শ নিয়ে চলেছে , তাদেরকে পথ দেখিয়েছে সেটা তো এক লহমায় উবে গেল!
380566
০৯ ডিসেম্বর ২০১৬ সকাল ০৭:৫৮
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ঠিক বলেছেন।
380625
১২ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৪২
আস্তিক ব্লগার লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File