আগষ্ট মাস শোকের মাস

লিখেছেন লিখেছেন আস্তিক ব্লগার ১৯ আগস্ট, ২০১৫, ০৯:৪৯:৪৩ রাত

আমাদের পাড়ার গোপালকে আজ কয়দিন ধরে কালো রঙের একই গেঞ্জি পড়ে ঘুড়ে বেড়াতে দেখে উৎসুক নিয়ে জানতে চাইলাম কি রে গোপাল এই এক গেঞ্জিতে আর কতদিন?

শুনে গোপাল অবাক হয়ে বলল, সে কি তুমি জাননা? এটাতো শোকের মাস! তাই পুরো মাস জুড়ে আমি এই গেঞ্জিটা খুলবোনা ঠিক করেছি।

আমি বললাম আরে গোপাল শোক দিবস তো একদিন, একমাস হতে যাবে কেন?

সে বললো কি বলো মশাই! অতো বড় নেতা! অতো বড় মানুষ! জাতির জনক! তার মৃত্যুতে একদিন শোক করলে হয়? তাকে ছোট করা হবেনা? তাই পুরো মাসব্যাপী শোক।

আমি চোখ কপালে তুলে বললাম, তাহলে কি এই এক মাসব্যাপী কেউ কোন জন্মদিন, আনন্দ অনুষ্ঠান, বিয়ে কিছুই করতে পারবেনা?

গোপাল তার বত্রিশ পাটির সবগুলো দাঁত বের করে হে হে হে করে বললো, তাইতো হওয়া উচিৎ, তাইতো হতে হবে।

আমি বললাম, গোপাল তাহলে তো সর্বনাশ। গোপাল বলল কেন?

আমি বললাম, আমাদের বংগ মাতার জন্মদিন তো এই মাসেই, তার কি হবে?

গোপাল অমায়িক হেসে বলল, গুরু এদেশের হালচাল বুঝতে তোমার একটু সময় লাগবে বুঝলে। এদেশের আইনতো সাধারণ মানুষের জন্য। আমাদের বংগ মাতা তো আর সাধারণ কেউ নন। তাই তার জন্মদিনের উৎসব করা যাবে, প্যান্ডেল করে পাড়ায় পাড়ায় সভা করে মন্ত্রী মহোদ্বয়দের দ্বারাই উৎসব করা হবে। তাতে কোন সমস্যা হবেনা। হে হে হে ... বুঝলে কি'না?

আমি বললাম, বুঝলাম। তাহলে তো খালেদা জিয়াও কোন সাধারণ মহিলা নন। তিন তিন বারের প্রধানমন্ত্রী। তিনিও তাহলে এই আইনের বাইরে থাকবেন। তিনিও পারবেন ১৫ই আগষ্ট জন্মদিন পালন করতে!

আমার কথা শুনে গোপাল একেবারে চুপসে গেল। বললো শোন মশাই আমাদের মহান নেত্রী, জাতির পিতা ও বংগ মাতার কন্যা ঐ মহিলার হাসিও সহ্য করতে পারেনা। তাই জন্মদিনের উৎসব তো দূরে থাক উনার জন্য এরপর হাসিও বন্ধ করে দেয়া হবে। প্রয়োজনে সংসদে আইন পাশ করা হবে, যদি দেয় হাসি, দেয়া হবে ফাঁসী।

আমার আরও প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করতে সাহস পেলামনা। আইনের কথা শুইনা আমার মনে পড়ে গেল নতুন আইসিটি আইনের কথা। এই আইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত আজ জেলে পস্তাইসে।বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর হিন্দু সাংবাদিক পর্যন্ত রেহাই পাইনি। আমি কোন দূঃখে পস্তাইবো। তাই নিজেরে খামছি মাইরা থামাইয়া ফালাইলাম।

গোপালও মনে হয় বুইঝা ফালাইলো আমার অবস্থাটা। তাই একটি অবহেলার হাসি দিয়া দম্ভ ভইরা চইলা গেল আমার সামনে দিয়া। আমি ফ্যাল ফ্যাল কইরা চাইয়া রইলাম আর মনের দূ;খে গান ধরলাম... গোপাল যখন একলা ফেইলা, অবহেলার হাসি দিয়া, দম্ভ ভইরা চইলা যায়...... ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়.........

বিষয়: বিবিধ

১৫২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336977
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:১০
নারী লিখেছেন : আমার জন্মও আগষ্ট মাসে
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
278761
আস্তিক ব্লগার লিখেছেন : জন্মদিন পালন করতে হলে আপনাকে তাহলে সাধারণের কাতার থেকে অসাধারণের কাতারে যেতে হবে। চেষ্ঠা করুন হয়ে যাবেন। বাংলাদেশে এখন সবই সম্ভব।
337009
২০ আগস্ট ২০১৫ রাত ১২:৫৫
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
278762
আস্তিক ব্লগার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। আমার ব্লগে ভিজিটের জন্য।
337017
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আগষ্ট মাস শোকের নহে সুখের মাস!!!! ইতি পলকের হাসি মুখ।
337083
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
আস্তিক ব্লগার লিখেছেন : সুখ এবং হাসি ভিতরে রাখুন। না হলে আইসিটি আইনে ধরা খাবেন। তবে লীগার হয়ে হাসি মুখে ছবি তুলে শোক দিবসের ছবি সহ পোষ্টার দিলে কিছুই হবেনা। গ্যারান্টি।
337096
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৮
হতভাগা লিখেছেন : ১৫ অগাস্ট কোন ডেলিভারীর ডেট থাকলে সেটাকে ইমারজেন্সী সিজার করে আগে বের করে আনতে হবে ।
337106
২০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৬
আস্তিক ব্লগার লিখেছেন : ভালো বলেছেন। সংসদে এই বিষয়ে একটি রুল পাশ করলে ভালো হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File