জামাত ও শিবিরের প্রতি
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৭ মার্চ, ২০১৩, ০৭:০৪:৩৫ সন্ধ্যা
আপনারা কি রাসূলের (সা) অবমাননা কারীদের শাস্তির থেকে সাঈদীর মুক্তি আপনাদের কাছে মূখ্য হয়ে গেল ? তা না হলে আপনারা রাসূলের (সা) অবমাননা কারীদের শাস্তির দাবির আন্দোলনে কোন যুক্তিতে সাঈদীর মুক্তি চান ? আসলে আপনাদের কাছে কি রাসূলের (সা) সাথে বেয়াদবির শাস্তি চাওয়া মুখ্য ? না তৌহিদী জনতার সাথে মিশে নিজেদের স্বার্থ হাসিল করতে চান ? দয়া করে যদি সত্যি রাসূল (সা) কে ভালবেসে তার সাথে বেয়াদবীর শাস্তি চান তাহলে তৌহিদী জনতার মিছিলে আর কখনো নিজেদের দলীয় উদ্দেশ্য তোলে ধরবেন না ।
মনে রাখবেন-এখন হেফাজাতে ইসলাম এদেশের সকল মুসলমানের সংগঠন।কোন ব্যাক্তি বা দলের নয়। যা কয়েকদিন আগে হাটাজারী মাদ্রাসা আল্লামা আহমাদ শফি দা.বা. নেতৃত্বে বাংলাদেশের সকল আহলে হক্ব ওলামায়েকরামের ঐক্যমতের ভিত্তিতে এব্যানারের মাধ্যমে ঐক্য হয়েছে।
আশা করি এদরনের গর্হিত কাজ থেকে বিরত থাকবেন ।
বিষয়: বিবিধ
১৬৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন