জামাত-শিবিরের ভাইরা শুনো,হেফজাতে ইসলামের সাথে তোমাদের সামন্যতম সম্পর্কও নেই।
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৭ মার্চ, ২০১৩, ০৩:৪৭:০৩ দুপুর
হেফাজাতে ইসলামের বিভিন্ন সমাবেশে জামাত-শিবিরের লোকেরা এমন কিছু কাজ করে যা খুবই খারাপ।মনে রাখতে হবে-জামাত-শিবিরের সাথে হেফাজাতের কোন সর্ম্পক নাই।জামাতের যে সকল দাবী-দাওয়া,এবং তাদের কোন আন্দোলনের সাথে হিফাজাতের নূন্যতম সমথর্ন নেই।এমনকি তাদেরকে কোথায় আসতেও বলা হয় না।
হেফাজাতে ইসলাম এমন একটি সংগঠন,যা বাংলাদেশের সকল শ্রেষ্ঠ আহলে হক্ব আলেমদের ঐক্যমতের ভিত্তিতে গড়া সংগঠন।আর বাংলাদেশের আহলে হক্ব আলেমদের সাথে জামাতের নীতি,আদর্শ,আক্বিদা কোনটির সাথে মিল নাই।এজন্য তাদেরকে কোথায়ও তাদেরকে আলেমেরা আহবান করেনা।
কিন্তু ইদানিং হিফাজাতের বিভিন্ন মিটিং দেখা যায়,জামাত-শিবিরের লোকেরা তাদের নেতাদের ছবি এবং দাবি সম্বলিত পেস্টুন নিয়ে প্রবেশ করে।ইহা অত্যান্ত নিন্দনিয় কাজ।
আশা করি এ দরনের অপকর্ম থেকে আপনারা বিরত থাকবেন।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন