ধারাবাহিক প্রকাশনা #মওদূদী বাদের স্বরূপ #২য়পর্ব #

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৫ মে, ২০১৪, ০৩:০৫:৩৪ দুপুর

# কুরআনের উপর আক্রমন #

মুসলমানের বিশ্বাষ ,কুরআন আল্লাহ্ তা,য়ালা নাযিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনিই এর শব্দ ও অর্থের হিফাযাত করবেন ।আল্লাহ তা য়ালা কুরআনে বলেছেন , নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি এবং আমিই এর হিফাযাত করব । ( সূরা হিজর ,আয়াত - ৯ )

কিন্তু মওদূদী লিখেন , কুরআন অবতীর্ন হওয়ার সময় এ শব্দগুলোর (অর্থাৎ কুরআনেয চারটি পরিভাষা যথা দীন , ইলাহ্ , রব, ইবাদত) যে মূল অর্থ প্রচলিত ছিল ,পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে । শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থেরজন্য নির্দিষ্ট হয়ে পরে ।... ... এটা সত্য যে কেবল এ চারটি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারনে কুরআনর তিন - চতুর্থাংশের চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায় । ( কুরআনের চারটি মৌলিক পরিভাষা , মূল : আবুল আ ,লা মওদূদী , অনুবাদ : গোলাম সোবহান সিদ্দিকী , পৃষ্ঠা : ১৪ -১৫, ২য় প্রকাশ : মে ২০১০,আধুনিকপ্রকাশনীঁ , ঢাকা ) (পৃষ্ঠা নং ২)

এ কথার অর্থ কি এই দাঁড়ায় না যে, আল্লাহ তা য়ালা কুরআন হিফাযাতের যে দায়িত্ব নিয়েছিলেন তা সম্পূর্ণ মিথ্যা । তার ভাষায় , একশ বছর পরের ক্ষনজন্মা উলামায়ে কিরাম ও ইমামগণ যাঁদের মধ্যে ইমাম আবু হানিফা , শাফিয়ী , মালিক , আহমদ বিন হাম্বাল , বুখারী , মুসলিম , তিরমিযী , আশয়ারী , মাতুরিদী , গাযালী, রাযী , বড় পীর আব্দুল কাদির জিলানী , খাজা ময়ীনুদ্দীন চিশ্‌তী , শাহ্জালাল ইয়ামানী , হুসাইন আহমাদ মাদানী , মুশাহিদ বাইয়মপুরী , শাইখে কোড়িয়া রাহিমাহুমুল্লাহর মত লক্ষ লক্ষ পীর -আউলিয়া , ইমাম , মুজতাহিদ , মুফাস্ সির , মুহাদ্দিস রয়েছেন। কেউই কুরআনে করীমের সঠিক অর্থ বুঝেননি ও মানুষকে শিক্ষা দিতে পারেননি । অপরদিকে সমগ্র উম্মাত যখন কুরআনের মর্ম হিফাযাতে অবহেলার পাপে নিমজ্জিত ছিলেন কিংবা কুরআনের মর্ম বিকৃতিতে মত্ত ছিলেন তখন এমন পাপী ও অসাধু কুরআনের শত্রুদের মাধ্যমে পৌছা কুরআনের শব্দের বিশুদ্দতা কিভাবে নির্ভরযোগ্য হতে পারে ? অত এব মওদূদীর কুরআনের মর্ম -বিকৃতির আকিদার অপরিহার্য ফল কি এই দাঁড়ায় না. যে , কুরআনের শব্দ বিকৃত হয়ে গেছে । আর তিনি কুরআনের সঠিক অর্থ কোত্থেকে পেলেন ?

অথচ তার হাদিস - তাফসিরের কোন উস্তাদই নেই ।

#চলবে#

**শুধু মাত্র সঠিক দিনের পথে ফিরে এসে সঠিক দ্বীনের উপর চলার জন্যই ক্ষুদ্র প্রয়াস।

আল্লাহ যাকে বুঝ দেন ,কে তাকে গোমড়া করবে।আর যাকে গোমড়া করেন কে তাকে বুঝ দান করবেন।

বিষয়: বিবিধ

১৫৬২ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217710
০৫ মে ২০১৪ বিকাল ০৪:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যেদিন কুফরী শক্তি শাপলা চত্বরে আমার ভাইদের রক্ত ঝরিয়ে শহীদ করলো সেদিন আপনি মওদূদীর ১৪ গুষ্ঠি উদ্ধার করছেন। এটা কি মুসলমানদের চরিত্র হওয়া উচিত?
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
165937
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি। এই মউদুদী গোস্ঠির অপকর্ম শাপলা চত্বরের হত্যাযজ্ঞরও অন্যতম কারন।
ইতিহাস কাউকে ক্ষমা করবেনা।একদিন সবই স্পস্ট হবে ইনশাআল্লাহ।
217726
০৫ মে ২০১৪ বিকাল ০৪:৩২
কুয়াশা লিখেছেন : ভাই অনেক তো আলোচনা করলেন সর্বপ্রথম আপনার কাছে একটা প্রশ্ন মিথ্যা অপবাদ কারিকে শাস্তি কি?
নিচের লিংকে ঘুরে আসেন সম্পূর্ণ বইটা পাবেন।
Click this link
পরিভাষা চুতষ্টয়ের গুরুত্ব> ভুল ধারণার মূল কারণ এই অংশের দ্বিতীয় প্যারায় আপানার লেখার অংশটা আছে। একটু কষ্টকরে পড়ে নেন। আর তার উপর কি মিথ্যা আরপ করলেন সেটাও একটু বুঝে নেন। পাঠকদের উদ্দেশ্যে আমি ঐ অংশের স্কৃণশট দিলাম। তারাই সবকিছু বিচার করুক ।

০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
165939
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আমি মিথ্যার আশ্রয় নিয়েছি না কে নিয়েছে একটু পরেই সময় করে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ।
217738
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২০
ডাহুকী লিখেছেন :
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
165936
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ‌এই হানে কি ভুল আছে আমি বেআক্কেলে তো বুঝিনাই, অপ্রিয় সত্য কথা বে আক্কেলে কিভাবে বুঝিবে। এই ব্যাটারা তো বাংলা পড়তে পারেনা। এখনো মাদ্রাসায় উর্দু, ফার্সি পড়ে।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
165938
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বে আক্কেল জবাবে: উর্দু, ফার্সী সাহিত্য ইসলামী সাহিত্য ও সভ্যতাকে অনেক ভিত্তি দিয়েছে। ফার্সি ও উর্দু সাহিত্য দুটোই অমুলমানদের সাহিত্য ছিল। পরবর্তীতে মুসলিম আলেমগন এই সাহিত্যে এমনভাবে ভুমিকা রাখেন যে, সেগুলো ইসলামী সাহিত্য হিসেবে দুনিয়াতে মর্যাদা রাখে।
217740
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২১
বাচ্চা ছেলে লিখেছেন : গাধা পোলাপান আল্লাহ কোরআন হেফাজত করবেন তার মানে কি ভিতরে যা লেখা আছে সেগুলোও হেফাজত করবেন। পৃথিবীতে যত কোরআন আছে প্রিন্টিংয়ে ভুল হতে পারে সেটাও কি আল্লাহ ঠিক করে দেবেন। গাজাখোরী হিসেব নিকেশ। পৃথিবীতে নির্ভূল কোরআন আদৌ আছে কি না সন্দেহ। তবে হেফাজত বলতে যা বোঝানো হয়েছে কোরআন কোনদিন পৃথিবী থেকে উঠে যাবে না। মানুষের মুখে মুখে রয়ে যাবে। অর্থগত ভূল ইংরেজি অনুবাদ দেখলেই বোঝা যায়। মওদুদী কোরআন হাদীস এসব নিয়ে যে রিসার্চ ও গবেষনা লব্দ বই পুস্তক লিখে গেছেন কোন চুদু নাই লিখে দেখায়। তার জ্ঞান গরিমার প্রসংশা না করে যারা খোচা মারা ভুল ধরে বেড়ায় তারা মওদুদীর মুত্র যাবার পথের গলি দিয়ে যাওয়ার যোগ্যতা রাখে না।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
165941
অপ্রিয় সত্য কথা লিখেছেন : তোমরাতো মউদুদীর মত্র খাওয়া পড়াই শিখেছো ।আর ভাল কি বলতে পারবি।মউদুদী কোথাকার!
০৭ মে ২০১৪ বিকাল ০৫:০৬
166584
বাচ্চা ছেলে লিখেছেন : আরে ভুদাই মওদুদীর লুঙ্গী ধইরা টানাটানি করার থেইক্কা ইসলাম প্রচারের জন্য কিছু কর। আল্লাহ খুশি হইপে। মওদুদীর মত একটা যোগ্য লোক দেহা আগে। হুদাই পেচাল পারোস।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৪৭
170412
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মউদুদী যোগ্য Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
হাজার হাজার মানাুষের ঈমান ধ্বংসকারি মউদুদী!সে দিক থেকে যে অনেক যোগ্য।
217745
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২৮
ছিঁচকে চোর লিখেছেন : আল্লাহ যাকে বুঝ দেন ,কে তাকে গোমড়া করবে।আর যাকে গোমড়া করেন কে তাকে বুঝ দান করবেন

সঠিক বলেছেন ধন্যবাদ
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
165942
অপ্রিয় সত্য কথা লিখেছেন : শুকরিয়া।
217748
০৫ মে ২০১৪ বিকাল ০৫:৩৩
ডাহুকী লিখেছেন : আপনি যদি ইলাহ, রব, দ্বীন এবং ইবাদতের সঠিক অর্থ জানতেন তাহলে এধরনের পোস্ট দিতেন না। ঐক্য বিনষ্ট হয় ্এমন পোস্ট না দেওয়াই ভালো। বইটি ভালোভাবে পড়ার অনুরোধ থাকলো। আমার মনে হয় প্রত্যেককে এই বইটি পড়া উচিৎ।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০১
165943
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনি তো ভাই জানেন।তো একটু বলেন না!!
217750
০৫ মে ২০১৪ বিকাল ০৫:৪১
ডাহুকী লিখেছেন :
217757
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
বেআক্কেল লিখেছেন : আমনের তো বুদ্ধিজ্ঞান দেহি আমার চাইতেও বেশী। তয় আমনের মত মুর্খ বাইছা থাকতে মানুষ আমারে বেআক্কেল কয় কেন বুঝলাম না!

শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থেরজন্য নির্দিষ্ট হয়ে পরে ।... ... এটা সত্য যে কেবল এ চারটি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারনে কুরআনর তিন - চতুর্থাংশের চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়।

ঐ মিয়া এই হানে কি ভুল দেখলা, তিনি তো আল্লাহরে গালি দেন নাই, সমালোচনা করেন নাই। তিনি যা বইললেন সেইটা মানুষের গাফেলতির কথা কইলেন। আমনের দাদা কোন দোষ করছিল নতুবা, আমার লাইনে আমনের মত আরেক মুর্খ সন্তানের জন্ম দিয়া আমনের বাবা মা শরমিন্দা হইত না।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
165925
অপ্রিয় সত্য কথা লিখেছেন : বেআক্কেলের কোন মউদুদী জন্ম দিলে আল্লাহ মালুম।না হলে তার ভাষা এত খারাপ হতে পারে না।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
165930
বেআক্কেল লিখেছেন : ক্ষমা কইরা দিয়েন, বেআক্কেল বইলা কদাসিত উল্টা পাল্টা বইলা দিই।
217761
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ যাকে বুঝ দেন ,কে তাকে গোমড়া করবে।আর যাকে গোমড়া করেন কে তাকে বুঝ দান করবেন।
এটা ঠিক বলেছেন কারণ আপনার গোমরা হতে বাকী কিছুই দেখছি না।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
165926
অপ্রিয় সত্য কথা লিখেছেন : গোমড়া রা সবাইকে এমনই ভাবে।
১০
217766
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
শেখের পোলা লিখেছেন : আল্লাহ মওদূদী সাহেবকেও হেফাজত করে ফেলেছেন৷ আর ভাগ্যিস আপনি তার জমানায় ছিলেন না নয়ত তার ওস্তাদ আপনিই হয়ে যেতেন৷বাপরে যা টন টনে জ্ঞান আপনার৷ তা ভাই, আমরা বড় দূর্দীনের মধ্যে আছি৷ ময়দানে নেমে ডাক দেন দেখি৷ আপনার পিছনেই লাইন লাগাই৷
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
165929
বেআক্কেল লিখেছেন : কুন ময়দানের কথা কইছেন? ওনাদের ময়দান তো বত্রিশ দাতের ফালি আর তলোয়ার হইল মেসোয়াফ।
০৭ মে ২০১৪ রাত ০৮:৩৩
166669
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আল্লাহ আমাকেও হেফাজাত করেছে,এত বড় গোমড়াহী সৃস্টি কারির ওস্তাদ আল্লাহ আমার বানায় নাই।
১১
217783
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ ।
০৭ মে ২০১৪ রাত ০৮:৩৩
166671
অপ্রিয় সত্য কথা লিখেছেন : শুকরিয়া।
১২
217794
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
বেআক্কেল লিখেছেন : এই হানে কি ভুল আছে আমি বেআক্কেলে তো বুঝিনাই, অপ্রিয় সত্য কথা বে আক্কেলে কিভাবে বুঝিবে। এই ব্যাটারা তো বাংলা পড়তে পারেনা। এখনো মাদ্রাসায় উর্দু, ফার্সি পড়ে।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
165940
নজরুল ইসলাম টিপু লিখেছেন : উর্দু, ফার্সী সাহিত্য ইসলামী সাহিত্য ও সভ্যতাকে অনেক ভিত্তি দিয়েছে। ফার্সি ও উর্দু সাহিত্য দুটোই অমুলমানদের সাহিত্য ছিল। পরবর্তীতে মুসলিম আলেমগন এই সাহিত্যে এমনভাবে ভুমিকা রাখেন যে, সেগুলো ইসলামী সাহিত্য হিসেবে দুনিয়াতে মর্যাদা রাখে।
০৭ মে ২০১৪ রাত ০৮:৩৪
166672
অপ্রিয় সত্য কথা লিখেছেন : বেআক্কেল সবাইকে সমান মনে করে।
১৩
221293
১৪ মে ২০১৪ সকাল ০৮:২৫
ব১কলম লিখেছেন : `অপ্রিয় সত্য কথা'কে বলছি-
এ দুনিয়ায় আর কোন সমস্যা নাই? মওদুদীই কি একমাত্র সমস্যা?
মওদুদীর বিরুদ্ধে ৫০ বছর ধরে লেখা হচ্ছে, তাতে মওদুদীর জামায়াত কি কমছে না বাড়ছে?
আজ বিশ্বে মুসলমানরা অস্তত্বেের সংকটে ভুগছে । কাফের, মোনাফেক, মোশরেক সব আজ একাট্টা হয়েছে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে । কিন্তু এ চক্ষুষ্মান অন্ধরা তা দেখছেনা । ওদের জন্যই কি আল্লাহ নাযিল করেছের এ আয়াত
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ
আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।(সূরা আরাফ-১৭৯)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File