ইসলাম ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃস্টি করাই কথিত আহলে হাদীসের মূল কাজ

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৩৪ রাত

এই ব্লগে কথিত আহলে হাদীস গোষ্ঠির অন্যতম মুখ পাত্র "ইমরান ভাই" জঘন্য মিথ্যাচার দেখুন।



Click this link

মুসলমানদেরকে কথায় কথায় কাফের-মুশরিক বানাতে অত্যান্ত পারদর্শী এই চক্রটি।ইসলাম ও মুসলমানদের মাঝে কিভাবে বিভেদ তৈরি করা যায় এ যেন তাদের উপর অর্পিত এক মহান দায়িত্ব।

তাদের ইতহাস দেখলে দেখা যায়,ইসলাম ও মুসলমানদের দূদির্নে যখনই কোন সমস্যার সমাধানে হযরত ওলামায়েকরামের নেতৃত্বে তাওহীদি জনতা বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রস্তুতি গ্রহন করে, তখনই তারা বাতিলদের পক্ষ অবলম্বন করে আজগুবি ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে একটা ফেতনা শুরু করে দেয়।

যারা নিকটতম ইতিহাস হল বৃটিশ বিরোধি আন্দোলন এবং শাহবাগ বিরোধি আন্দোলন তাদের বিভ্রান্তি কর ফতোয়া।

জানিনা এরকম আজগুবি কান্ড তারা কাদের কে খুশি করার জন্য করে।



এই ব্লগে তাদের অন্যতম মুখপাত্র হল ব্লগার "ইমরান ভাই"।

সে আজ একটি পোস্ট দিয়েছে বিশ্ব ইজতেমার গণহারে বিয়ের ব্যাপারে।সেখানে একটি ছবি দিয়েছে।আমি তাকে চ্যালেন্ঞ দিলাম যে এই ছবি ইজতেমার মাঠের নয়।

সকল মুসলমানের কাছে আমার আহবান! তাকে বলুন সে যেন ইহা প্রমান করে এই ছবি ইজতেমার মাঠের।

তা না হলে এরকম মিথ্যা অপপ্রচার করে এই গোস্ঠি মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি ছড়ায় এর কঠোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

Click this link

বিষয়: বিবিধ

১৫০৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172136
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই ছবি যে ইজতেমার মাঠের নয় সেটা বুঝা যাচ্ছে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
125855
অপ্রিয় সত্য কথা লিখেছেন : অথচ কথিত আহলে হাদীসের বেতন ভূক্ত একমাত্র দায়ী কি জঘন্য মিথ্যাচার করছে দেখুন।এই হল ওদের কাজ।
172139
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : আমি তো না বুঝে ওনার পোস্টে কমেন্ড করলাম। সত্য উৎঘাটনের জন্য ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
126108
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হ্যা ওখানে আপনার কমেন্ট দেখে আমি খুব কস্ট পেয়েছি।ভূল বুঝতে পেরেছেন জেনে ভাল লাগলো।শুকরিয়া।
172149
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
ইমরান ভাই লিখেছেন : প্রথমত: আমি পোস্টি সরিয়ে ফেলেছি

দ্বীতিয়ত : সেটি আমার নিজের লেখা কোন পোস্ট নয়।

তৃতীয়ত: বিস্তারিত দেখতে এই লিংকটি দেখুন http://www.amardeshonline.com/pages/details/2014/02/02/234399

চতুথত: আমি কাকে কোথায় কাফের বলেছি প্রমান দেন

পঞ্চমত: আমি আহলে হাদিসের কেউ নই। তবে তাওহীদ বাদি দল বাংলায় থাকলে তারই আছে (আমার দেখামতে) আমার কারনে তাদেরকে কোন দোষ দিবেননা।

আমার মাযহার = ইসলাম
আমি = মুসলিম
আমার অনুসরনীয় ব‍্যাক্তি = মুহাম্মদ (সা) ও সাহাবারা (রা)

আশাকির আমার ভিউ সবার সামনে স্পস্ট
আমি শুধু কপি পেস্ট করেছিলাম একটি কথাও আমার নিজের ছিলনা।

আসলে আপনারা মানুষকে হেয় করতে খুবই পটু।
তার পরেও আপনি আমার মুসলিম ভাই।

জাজাকাল্লা .....
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
125872
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো – তাছাড়া আপনার পোষ্টের নীচেই ২ টা লিঙ্ক দেয়াই ছিল! সেই লিঙ্কে গিয়ে ঐ ছবি দেখে – আমি পত্রিকাদের উদ্দেশ্যেই ঐখানকার কমেন্ট করেছিলাম।

ফাইলফটো তারা ইউজ করতেই পারে সে সংবাদের একটা আবহ আনতে তবে তা ফুটনোটে উল্লেখ করা তাদের দরকার ছিল।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
125899
মোহাম্মদ লোকমান লিখেছেন : @ ইমরান ভাই; তবে তাওহীদ বাদি দল বাংলায় থাকলে তারই আছে (আমার দেখামতে)- বিষয়টি এভাবে বললে অন্যদের প্রতি অবিচার হতে পারে, যদিও নিজের দেখার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন।
একটু খেয়াল করে দেখুন; বুকে হাত বাঁধা,তাশাহুদ পড়ার সময় সাহাদাত আঙ্গুলি হেলানেো, ফাতিহার পর জোরে আমীন বলা এবং এমন ধরনের আরো কয়েকটি কাজের জন্য একটি সংগঠন দাঁড় করানোর কোন প্রয়োজন থাকতে পারে কি? আমরা যারা ইসলাম চর্চা করি তারাতো এমনিতেই এসব সুন্নাতের আমল করে থাকি।
তাছাড়া আহলে হাদীস বা সালাফিরা নিজেদেরকে একমাত্র তৌহিদ বাদি দল মনে করে অন্যদেরকে অবমূল্যায়ন করার প্রবণতাও লক্ষ্য করা যায়।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২০
125987
আওণ রাহ'বার লিখেছেন : এর লাইগা আপ্নারে আমি কই যে যা করেন যাচাই বাছাই এবং বুঝে শুনে করেন।
এইবার অপেক্ষারত থাকেন অপ্রিয় ভাই আপনারে কি কয়?
এই যে আমার দেশ এর ভুয়া ছবিটা না দিয়া অন্য একটা ছবি দিলেওতো পারতেন।
এবার অপ্রিয় সামলান।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
126109
অপ্রিয় সত্য কথা লিখেছেন : অপেক্ষায় থাকেন আপনার সব অভিযোগের জবাব দিবো ইনশাআল্লাহ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৩
126364
ইমরান ভাই লিখেছেন : ৥দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এজন্য যে, আপনি লিংক ২ টি দেখেছেন কিন্তু যারা টিনের চশমা পড়ে তাদের চোখে তা পড়েনাই। আমি শুধু কপি করেছিলাম খবর টি আমি ছবিটি নিয়ে চিন্তা করিনি।আপনার কথার সাথে আমি একমত।

৥লোকমান ভাই, আমি দলগুলোকে (কোরআন ও সহিহ হাদিসের আলোকে) দেখেছি তাই বলেছি আপনার বিস্তারিত প্রশ্ন থাকলে আমার পোস্টে আপনাকে স্বাগতম।

৥রাহবার, খবরটি সত্য তবে ছবিটা পেপারের, উপরে লিংক আছে দেখেনিও। তোমার কথায় অবাক হলাম, তুমি আমাকে একজন মানুষের ভয় দেখাচ্ছ!!!??? এর চেয়ে তুমি আমাকে ওয়াত্তাকুল্লাহ ”আল্লাহকে ভয় করুন” বললে বেশি খুশিহতাম। যাই হোক তোমার জ্ঞানে যা আসছে তুমি তাই বলছো।

৥অপ্রিয়, জবাব দেন তবে কোরআন ও সহিহ হাদিস দারা দিয়েন যেনো সবার উপকার হয়। কোন হযরত,মাওলানা,বুজুগ,পীরদের রেফারেন্স দিয়েন না।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
128242
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনার জবাব-
১.আপনার পোস্টটি যখন ওয়ালের একেবারে নিচে চলে গেছে,তখন আপনি তা সরিয়ে ফেলেছেন।কারন আপনার উদ্দেশ্য হাসিল হয়েছে।তখন আর পোস্টটি ওয়ালে থাকতো না আপনি না সরালেও।
২.যাচাই-বাচাই না করে কারো কোন সংবাদ প্রচার করা হাদীসের ভাষ্য মতে মিথ্যাবাদির কাজ।
৩.আমি লিংক দেখেছি।ওখানের ব্যাপারে ২নং কমেন্টে আপনি প্রযোজ্য।
৪.আপনি আমাকে সহ আরো অনেক মাযহাব অনুসারিকে কুরআন-হাদিসের অপব্যাখ্যা করে কাফির ,মুশরিক,শিরক কারির বানানের অপচেস্টা করছেন।যা আপনার বিভিন্ন পোস্টের কমেন্টর জবাবে আছে।
৫.আপনি যে আহলে হাদীসের কেউ নয়,ইহা হল আরেকটি জঘন্য মিথ্যাচার।আপনার পোস্ট গুলো দেখে একজন অন্ধ ব্যাক্তি নিদ্বিদায় বলতে পারবে আপনি কে।তাওহীদ বাদী বলতে আপনি কি বুঝেন?? আমার মনে হয় এর অর্থই আপনি জানেন না।
তাওহীদ বাদী কাদিয়ানি,শিয়ারা সহ বহু গোমড়া ফিরকা আছে। যাদের ব্যাপারে উলামায়েকরামের ইজমা-ওরা খারিজানে ইসলাম।
আপনার যে ভিউ আপনি প্রচার করেছেন,তা কা পুষতাই প্রমান করে।ইহা যে কোন একজন সাধারন আদনা থেকে আদনা মুসলমানেরও কথা।ইহা প্রচারের দরকার হয় না।
আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আগে করেছি ,যার জাবাব না দিয়ে উল্টো বলেছেন।আরো অনেকে করেছে দেখছি।কিন্তু তাদেরকে সঠিক জবাব না দিয়ে তাদেরকে মুশরিক ,গোমড়া, বানিয়েছেন আপনি।
আমি আরেকটি পোস্টে আপনাকে সেই প্রশ্ন গুলো করবো।আশা করি সেগুলোর সঠিক জবাব দিবেন।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
128257
ইমরান ভাই লিখেছেন : আপনার কমেন্টস পড়ে আল্লাহর কাছে ধয্যর সাহায্য চাওয়াটাই শ্রেয় মনে করছি।
ইনশাআল্লাহ যারা পড়বে এবং কমেন্টস দেখবে তার নিজেরাই বিচার করবে আপনার জবাব।

আমি আল্লাহর কাছে কাফের বলার ফেতনা থেকে আশ্রয় চাই। আমিন।

০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
128275
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হ্যা আপনি ধের্য্যই এখন দরবেন।আর অপেক্ষা থাকেন।বিচার পাঠকই করবে।আর বিচার হবে আদালতে হাশরে।আল্লাহ সবাইকে সেই বিচার থেকে রেহাই দান করুন।
172160
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
বুড়া মিয়া লিখেছেন : অপ্রিয় ভাইয়া, মুয়াবিয়া(রাঃ) নিয়ে ত্বাকী উসমানী সাহেব তার ঐ সাফাই বইয়ে কোথাও লিখেছেন একটা ব্যাপার অনেকটা এরকম – পূর্ববর্তী সুন্নত, পরবর্তী সুন্নত – খুব সম্ভবত দিয়্যত বা এরকম কিছু একটার ব্যাখ্যায়।

সুন্নত কি সুন্নতই না? এখানে পূর্ববর্তী পরবর্তী কি? এরকম করলে তো আমরা নামায পড়া বন্ধ করে দিয়ে এও বলতে পারি যে – আমার নামায না পড়া রাসূল এর পূর্ববর্তী সুন্নাত কারণ সেটা পরে এসেছে, আগে তো নামায ছিলো না!

এরকম আরও অনেক কিছু আছে ...

মুয়াবিয়া(রাঃ) নিয়ে ইবনে কাসীর যেসব লিখা লিখেছেন সেগুলো কি আপনার কাছে অস্বীকার্য?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৩
128222
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনি কি বুঝাতে চেয়েছেন? জ্ঞানের স্বল্পতার কারনে ক্লিয়ার বুঝতে পারি নাই।ক্লিয়ার করলে খুশি হবো।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
128285
বুড়া মিয়া লিখেছেন : আপাতত থাক। আমাদের মসজিদের ঈমাম আশানুরূপ ব্যাখ্যা দিছেন গত জুম্মায়।
172292
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৩
আওণ রাহ'বার লিখেছেন : এটা একটা মিথ্যা ছবি।
ইমরান ভাইয়ের মত আমারদেশ ও এই ছবিটা সড়িয়ে ফেলবে বলে আশা করছি।
কারন জীবনের চলার পথে কিছু ভুল হয় মানুষের ।
আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমিন
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৯
126114
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কিছু ভূল হয় বিদ্ধেষ ছড়ানের জন্য আর কিছু হয় ভুলে।
আমার জানা মনে ঐ ব্লগারে উদ্দেষ্য প্রথম টি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File