জানমালের নিরাপত্তা নেই: আল্লামা আহমাদ শফী

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৭ ডিসেম্বর, ২০১৩, ১০:২০:৫২ রাত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, “দেশে মানুষের জানমাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। মানুষের কোনো অধিকারই নেই। এই অবস্থায় সকলের ঈমানি দায়িত্ব জালিমদের প্রতিহত করা।”

শুক্রবার বাদ আসর দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত দোয়া দিবস উপলক্ষে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মসজিদে তিনি এসব কথা বলেন।

সরকারকে হুঁশিয়ার করে শফী বলেন, “সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংকটের সমাধান করুন। মনে রাখবেন অতীতে কোনো জালিমই মানুষের ওপর জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মানুষের ওপর পাখির মতো গুলি বন্ধ করুন।”

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আলম, মাওলানা ফোরকান, মাওলানা আহম্মদ দিদার, মাওলানা ওমর, মাওলানা মুনির আহমদ, মাওলানা নাসির উদ্দীন মুনির, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা শফিউল আলম, মাওলানা জাফর, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী ও মাওলানা লোকমান।

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File