‘মার্চ ফর ডেমোক্রেসি’ এবং সুবিধাবাদী ইসলাম পন্হীদের কর্ম!

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৬ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৮:৩১ দুপুর

বাংলাদেশের বামদের কোন চরিত্র নাই।তাদের চরিত্র না থাকাই স্বাভাবিক।কারন তাদের কোন ধর্ম নাই।আর ধর্মহীন মানুষ পশুরও চেয়ে অধম। পশুর চেয়ে অধম এই মানুষরুপী পশু গুলো নিয়ে আমার কথা নয়।

আমার কথা হল সুবিধাবাদী আলেমদের নিয়ে। তারাও তাদের সুবিধামত আজ ইসলাম কে ব্যাবহার করছে।

যেমনঃ গনতন্ত্র কুফরি এবং তা হারাম এই সকল সুবিধাবাদী আলেমরাও কয়েকদিন আগে কুরআন-হাদসি দিয়ে মানুষকে বুঝিয়েছে।কিন্তু এখন তারাই আবার এই গনতন্ত্রকে ইসলাম-ঈমান ও দেশ রক্ষার আন্দোলন বলে তাদের নেতা খালেদার আহবানে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র অভিযাত্রা’ সফল করার জন্য আবার তারাই আজ ফতোয়া দিচ্ছে।

আফসোস! এসকল সুবিধা বাদী আলেমদের জন্য।এরা আজকে অভিশপ্ত অবৈধ নারী নেতৃত্বকে বৈধ করেছে ।

ধিক! এসকল সুবিধা বাদীদেরকে! ওরা নিজেদের ভিতরে ভেদাভেদ ভূলে একটি শক্তি শালী প্লাটফর্ম করতে পারে না।অথচ ছাগলে ১৪নং বাচ্ছার মত খালেদার আহবানে কুফরি গনতন্ত্র রক্ষার জন্য সাধারন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের ঈমান-আমল নস্ট করার জন্য অপচেস্টা করছে।

এমনকি সুবিধাবাদীদের নেত্রী ইসলাম ও মুসলমানদের এই দূর্দিনে একবারের জন্য ইসলাম ও মুসলমানদের রক্ষা বা তাদের অধিকার নিয়ে একটি কথাও বলে নাই।এই সুবিধা বাদীরা কি তাও দেখে না?

বিষয়: বিবিধ

১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File