কয়লা ধুইলে ময়লা যায় না,আর জামাত ধুইলে মুনাফিকি যায় না
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪০:০২ বিকাল
কাদের মোল্লার ফাঁসিতে সারা দেশ যখন স্তব্দ।দল,মত নির্বিশেসে সবাই যখন কাদের মোল্লার প্রতি সমবেদনা প্রকাশ করছে তখন সারাদেশে জামাতিদের কর্মকান্ড মানুষকে আবার ভাবাতে শুরু করছে।
সর্বোপরি তারা আহলে হক্ব আলেমদের ব্যাপারে তাদের চিরচারিত স্বভাব মোতাবেক সেই মিথ্যা বিষেদাগার এবং অপব্যাখ্যামূলক অপপ্রচার এখনো অব্যাহত।
আজ বাংলাদেশের আলেমকুল শিরোমনি শায়খুল হাদসি আল্লামা আহমাদ শাফি সর্ম্পকে এক বেয়াদব কি ফতোয়া দিল তা আপনাদের জন্য নিচে তুলে দরা হল।
আল্লামা আহমাদ শফিকে ব্যাঙ্গ করে এক জামাতির পোস্ট।
কিছু সুবিধাবাদী কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে,ওদের জন্য এত বেশি মায়াকান্না করতেছে,মনে হয় একেবারে করুন অবস্থা।
আসলে ওরা হল মউদুদীবাদীদের চামচা।ওরা হেফাজাতের নামে পোস্ট দিয়ে হেফাজাতের প্রতি মায়া কান্না দেখিয়ে আড়ালে জামাতিদের দালালি করে।এই দালালদের থেকে সাবধান।
দেখুন এক মউদুদী অনুসারি আহমাদ শফিকে নিয়ে কি লিখছে-
------------------------------------------------------
হুজুর যে অজুহাত দিয়েছেন তা কোন অজুহাতের মাপকাঠিতে পড়ে না। দেশে যেভাবে হত্যা খুন যখম বেড়েছে তাতে নাকি গণতান্ত্রিক উপায়ে দাবী আদায়ের পরিবেশ নেই। তাই তিনি হরতাল স্থগিত করেছেন।
শুধু একটা কথা বলতে চাই, কাপুরুষরা বেশিদিন মুসলমান থাকতে পারে না।
আর ইসলাম প্রতিষ্ঠা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন সমাবেশ করে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না।
ইসলাম প্রতিষ্ঠার নিয়ম বিধি রাসূলে আকরাম স: থেকে শিখুন। এবং নবীজী স: এর তরিকামত আজ আপনাদের চোখের সামনে জামাতে ইসলামকে দেখুন। জীবন মৃত্যুর পরোয়া না করে ইসলামী ব্যক্তিত্ব এবং এদেশে মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাগুতি অপশক্তির বিরুদ্ধে কিভাবে লড়ছে।
ছি: এত দুর্বল মন নিয়ে ইসলাম ধংসের প্রাক্কালে কিভাবে চুপ থাকেন আপনারা? আবার নিজেদেরকে মুসলমান, মুফতি মওলানা পরিচয় দেন!
http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/5310/Rayhanmosi/33634#.Uqv579IW3p8
বিষয়: বিবিধ
২৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন