জামাত-শিবিরের সাথে অন্যান্য ইসলামী দল গুলির ঐক্য সময়ের ব্যাপার মাত্র!
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১২ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৩:৩৮ দুপুর
শুধু মাত্র কিছু ভূলের উপর অটল থাকার কারনে জামাতের সাথে অন্য ইসলামী দল গুলোর নূন্যতম কোন সম্পর্ক নাই।আর তা হল মউদুদীর বিভ্রান্তিমূলক কিছু লেখা-লেখি এবং সেগুলির উপর জামাতিদের অটল থাকা।যে গুলো পরিহার করার জন্য বার বার আমাদের দেশের আলেম-ওলাম,পীর-মাশায়েখ এবং ইসলামী রাজনীতিবিদগণ বার বার তাদের কে আহবান করছে।
কিন্তু দু:খের বিষয়।তারা মউদুদীর এই ভূলগুলি পরিহার করতে আজও পারে নাই।
জামাত-শিবিরের ভাইরা!আন্দোলন তো করো ইসলামের জন্যই।তাহলে আপনাদের নেতাদেরকে প্রশ্ন করেন না কেন যে,আলেমদের সাথে এবং অন্যান্য ইসলামী দল গুলির সাথে আপনাদের এত দুরত্ব কেন?
কেন তারা মউদুদীর ভ্রান্তি মূলক লেখা গুলো পরিহার করতে পারে না?
আমার বিশ্বাস!আজ যদি জামাত তাদের আদর্শ থেকে মউদুদীর ভ্রান্তি মুলক মতাদর্শ গুলি পরিহার করে,তাহলে সাথে সাথে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল এবং আলেম-ওলামাদের ঐক্য হওয়টা সময়ের ব্যাপার মাত্র।
যার ফলাফল হবেঃ-বাতিল শক্তি লেজগুটিয়ে পালাবার রাস্তা খুজে পাবে না।ইসলাম শক্তি একটি শক্তিশালি প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হবে।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।আমিন।
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন