এবার মানুষরুপী জানোয়ার আসিফসহ তিন ব্লগার আটকঃকথাটা কি সত্য?

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৩ এপ্রিল, ২০১৩, ০২:৫৩:৪৪ দুপুর

ইন্টারনেটে বিভিন্ন ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে ব্লগার মানুষরুপী জানোয়ার আসিফ মহিউদ্দিনসহ তিনজনকে আটক করে নিয়ে গেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তবে বুধবার তাদের আটকের খবরটি জানায় ডিবির একটি বিশ্বস্ত সূত্র।

এর আগে মঙ্গলবার আরো তিন ব্লগারকে আটক করে ডিবি পুলিশ। নিম্ন আদালত আদেশে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন।

ঢাকা মহানগর ডিবির উপকমিশনার (ডিসি, উত্তর) মোল্লা নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফকে ডিবি অফিসের মোল্লা নজরুলের কক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুইজনকে দোতলার আরেকটি কক্ষে রাখা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হবে।

http://banglanews24.com/detailsnews.php?nssl=2ec95821d844991e3c13c04e56ea6c73&nttl=03042013186310

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File