পাবনায় পাঁচ হাজার নারীর ঝাড়ুমিছিল

লিখেছেন লিখেছেন রাতদিন ০৫ মার্চ, ২০১৩, ০৯:৪২:১৫ রাত

পাবনায় পাঁচ হাজার নারীর ঝাড়ুমিছিল

পাবনা অফিস

নতুন বার্তা ডটকম

পাবনা: পাবনার মধুপুরে মঙ্গলবার সকালে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় পাঁচ হাজার নারী ঝাড়ুমিছিল করেছেন। এ সময় তারা মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন।

মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদীর মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাবনা সদর উপজেলার মধুপুর চৌরাস্তা থেকে নারীদের মিছিলটি শুরু হয়। তারা ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নারীদের হাতে ছিল ঝাড়ু ও লাঠি। বিভিন্ন এলাকা থেকে সাঈদী-ভক্ত নারীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। বেলা ১১টা পর্যন্ত মিছিল হয়।

মিছিলে নারীরা বলেন, তারা জামায়াত-বিএনপি বোঝেন না, তারা বোঝেন সাঈদীকে। সাঈদীকে মুক্তি না দিলে তারা প্রয়োজনে রাজপথে আমরণ অনশন করবেন।

মিছিলে প্রায় পাঁচ হাজার নারী অংশ নেন। অনেক নারীকে কোলের শিশু নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়।

নতুন বার্তা/জই/মোআ

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File