তোমার গালের টোলেই গেলাম ডুবে

লিখেছেন লিখেছেন রাতদিন ২২ এপ্রিল, ২০১৩, ১০:৫২:৫৪ রাত



একটা ছড়া লিখতে হবে আজ

কোথায় পাবো ছন্দ অন্তমিল

ভাবতে গিয়ে পেলাম ভীষণ লাজ

হঠাত চোখে ভাসলো তোমার তিল।

তিলে তিলে হারিয়ে গেলাম কই

তোমার সাথে গল্প হলো বেশ

তারায় তারায় ফুটলো কথার খই

হাজার কথার হয় কি কভূ শেষ!

একটা ছড়া কোথায় লেখা হলো?

তোমার গালের টোলেই গেলাম ডুবে

আমায় কেনো করলে জাদু বলো

হাসছো আবার নিশ্চুপে নিশ্চুপে!

তোমার কাছেই হার মেনেছি হার

কোথায় পাবো তুলনা তোমার!!!

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File