বন্ধ করো গুলি

লিখেছেন লিখেছেন রাতদিন ০৪ মার্চ, ২০১৩, ১০:১০:২২ রাত

বন্ধ করো গুলি

আমিও চাই রাজাকারের ফাঁসি

আমিও চাই লাল সবুজের হাসি

চাই না গুলি

চাই না খুলি

কারও;

তোমরা পুলিশ কেমন করে

আমার মাকে মারো?

কেমন করো অামার ভাইয়ের বুকে চালাও গুলি

কেমন করে মন্ত্রী বলেন- ব্যাপারটা মামুলি!

তরতাজা প্রাণগুলি শুকিয়ে যায় দেখ্

গন্ধ-পচা ভুল মিডিয়া করে না উল্লেখ!

এমন করে চলতে থাকে যদি

উল্টে যাবে গদি।

আমিও চাই রাজাকারের ফাঁসি

বাবার মুখের পবিত্র ওই হাসি

ভাইয়ের মুখে আগলভাঙা গান

বোনের মুখে আবেগি তুফান

বন্ধ করো গুলি

স্বাধীনতার স্বপ্নেগড়া সংগীতে সুর তুলি।

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File